CSK

Sheldon Jackson: আনন্দবাজার অনলাইনের বিচারে কলকাতা-চেন্নাই ম্যাচের সেরা শেল্ডন জ্যাকসন

প্রথম ম্যাচে সৌরাষ্ট্রের এই ব্যাটারই নজর কেড়ে নিলেন। দুরন্ত উইকেটকিপিং করে তিনিই আনন্দবাজার অনলাইনের বিচারে ম্যাচের সেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২২ ২৩:০৪
Share:

দুরন্ত খেললেন শেল্ডন। ছবি আইপিএল

আইপিএল শুরুর আগে কলকাতার একটা বড় চিন্তা ছিল কে উইকেটকিপিং করবেন। আগের দু’টি মরসুমে দায়িত্ব সামলেছিলেন দীনেশ কার্তিক। এ বার তিনি নেই। নিলামে স্যাম বিলিংসকে নেওয়া হলেও তিনি নিয়মিত উইকেটকিপিং করেন না। পড়েছিলেন শেল্ডন জ্যাকসন, অনিয়মিতদের তালিকায় থাকা আর একজন। কিন্তু প্রথম ম্যাচে সৌরাষ্ট্রের এই ব্যাটারই নজর কেড়ে নিলেন। দুরন্ত উইকেটকিপিং করে তিনিই আনন্দবাজার অনলাইনের বিচারে ম্যাচের সেরা।

Advertisement

উইকেটের পিছনে দুরন্ত রিফ্লেক্স, নড়াচড়া, দক্ষতা— সব কিছুতেই নজর কেড়ে নিলেন তিনি। প্রথমেই দুটি উইকেট হারানোর পর চেন্নাইয়ের হয়ে তখন ভাল খেলছিলেন রবিন উথাপ্পা। তাঁকেই দুরন্ত শরীরের ভাঁজে স্টাম্প করে ঝটকা দিলেন শেল্ডন। এতটাই নিপুণ ছিল তাঁর হাতের কাজ যে শুরু হয়ে গেল মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে তুলনা। আর সেই তুলনা করলেন যে সে লোক নন, খোদ সচিন তেন্ডুলকর।

টুইটারে সচিন লেখেন, ‘অসাধারণ স্টাম্পিং করল। শেল্ডন জ্যাকসনের গতি দেখে আমার ধোনির কথা মনে পড়ে গেল। বিদ্যুতের মতো দ্রুত।’ যুবরাজ সিংহ লেখেন, ‘প্রিয় শেল্ডন, স্পিনারদের বিরুদ্ধে তুমি দয়া করে হেলমেট পরে খেলো। তুমি খুবই প্রতিভাবান ক্রিকেটার এবং অনেক দিন পর একটা ভাল সুযোগ পেয়েছ। সাবধানে থাকো।’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement