IPL 2022

IPL 2022: এখনও পিচই বুঝে উঠতে পারছেন না কেকেআর অধিনায়ক শ্রেয়স

প্রথমে ব্যাট করে ১৭৬ রান করে লখনউ। অর্ধশতরান করেন কুইন্টন ডিকক। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৪.৩ ওভারে ১০১ রানে শেষ হয়ে যায় কলকাতার ইনিংস। ৭৫ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে লখনউ।  

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৭ মে ২০২২ ২৩:১৬
Share:

লখনউয়ের কাছে লজ্জার হার কলকাতার ফাইল চিত্র

লখনউ সুপার জায়ান্টসের কাছে বড় ব্যবধানে হেরেছে দল। এই হারের সঙ্গে কলকাতার প্লে-অফে ওঠার স্বপ্ন প্রায় শেষ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে দলের অধিনায়ক শ্রেয়স আয়ার জানালেন, এখনও নাকি পিচই বুঝে উঠতে পারছেন না তিনি।

লখনউয়ের বিরুদ্ধে হারের পরে শ্রেয়স বলেন, ‘‘পিচ বুঝতে খুব সমস্যা হচ্ছিল। তাই টসে জিতে বল নিয়েছিলাম। আমি আর ম্যাকালাম আলোচনা করছিলাম টসে জিতলে কী করব। এই সব ক্ষেত্রে টস হারলেই ভাল হয়। কিন্তু আমরা টস জিতেছি। কোনও কোনও বল থেমে ব্যাটে আসছিল। এই উইকেটে ১৫৫-১৬০ রান তাড়া করা যায়। কিন্তু ওরা আরও বেশি রান করেছিল। আমরা ভাল ক্রিকেট খেলতে পারিনি।’’

Advertisement

কোথায় ম্যাচ হারলেন তাও জানিয়েছেন শ্রেয়স। তিনি বলেন, ‘‘ওরা আমাদের ব্যাটিং ও বোলিং দু’ক্ষেত্রেই হারিয়েছে। পাওয়ার প্লে-তে ওরা ভাল বল করেছে। মাঝে আমরা ফিরে এসেছিলাম। শেষ দিকে আবার ওরা ম্যাচ ছিনিয়ে নিয়ে গেল। পাওয়ার প্লে ও ডেথ ওভারে আমাদের ভাল খেলতে হবে। আশা করছি পরের ম্যাচ থেকে ভাল খেলব।’’

প্রথমে ব্যাট করে ১৭৬ রান করে লখনউ। অর্ধশতরান করেন কুইন্টন ডিকক। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৪.৩ ওভারে ১০১ রানে শেষ হয়ে যায় কলকাতার ইনিংস। ৭৫ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে লখনউ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement