Rinku Singh

IPL 2022: সকালবেলাই রিঙ্কু হাতে লিখেছিলেন ‘৫০ অপরাজিত’

সুযোগের অপেক্ষায় ছিলেন রিঙ্কু। সেই কথাও জানিয়েছেন নীতীশকে। রিঙ্কু বলেন, “অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম। পাঁচ বছর ধরে কলকাতা দলে আছি, সুযোগ পাইনি। কিন্তু আমি হাল ছাড়িনি। আমি শুধু ভাবতাম সুযোগ পেলে নিজের সেরাটা দেব।”

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ মে ২০২২ ১৫:৫১
Share:

—ফাইল চিত্র

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারলে সোমবারই কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফে ওঠার রাস্তা শেষ হয়ে যেত। সেই ম্যাচে কলকাতাকে জেতানোর দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে মাঠে নেমেছিলেন রিঙ্কু সিংহ। সকালবেলাই হাতে লিখেছিলেন, ‘৫০ অপরাজিত’। নিজের জন্য লক্ষ্য বেঁধে নিয়েছিলেন ব্যাট হাতে নামার আগেই।

সুযোগের অপেক্ষা করছিলেন রিঙ্কু। নীতীশ রানাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “সকাল থেকেই মনে হচ্ছিল আমি এই ম্যাচের সেরা হব। রান করব। সেই কারণে বাঁহাতে লিখেছিলাম ৫০ রানে অপরাজিত থাকব।” ম্যাচে যদিও অর্ধশতরান করতে পারেননি রিঙ্কু। ৪২ রানে অপরাজিত থেকে দলকে জেতান তিনি। ম্যাচের সেরাও হন তিনিই।

Advertisement

সুযোগের অপেক্ষায় ছিলেন রিঙ্কু। সেই কথাও জানিয়েছেন নীতীশকে। রিঙ্কু বলেন, “অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম। পাঁচ বছর ধরে কলকাতা দলে আছি, সুযোগ পাইনি। কিন্তু আমি হাল ছাড়িনি। আমি শুধু ভাবতাম সুযোগ পেলে নিজের সেরাটা দেব।”

কলকাতার জয়ের ফলে পয়েন্ট তালিকায় সাত নম্বরে উঠে আসে তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement