Jos Buttler

Jos Buttler: এ বারের আইপিএলে তৃতীয় শতরান বাটলারের, কোহলীর রেকর্ড কি ভেঙে দিতে পারবেন

৩৩ বছরের ব্যাটার ভাগ বসালেন কোহলীর কৃতিত্বে। ২০১৬ আইপিএলে ১৬টি ম্যাচে ৯৭৩ রান করেন কোহলী। সে বার চারটি শতরান করেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২২ ১৫:৫৮
Share:

জস বাটলার। ছবি: আইপিএল

দ্বিতীয় ব্যাটার হিসেবে একটি আইপিএলে তিনটি বা তার বেশি শতরান করার নজির গড়লেন জস বাটলার। এমন কৃতিত্ব এত দিন ছিল শুধুমাত্র বিরাট কোহলীর। শুক্রবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এ বারের আইপিএলের তৃতীয় শতরানটি করেন রাজস্থান রয়্যালসের বাটলার।২০১৬ সালের আইপিএলে কোহলীর চারটি শতরান রয়েছে।

আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার বাটলার। দিল্লির বিরুদ্ধে ৫৭ বলে শতরান করেছেন তিনি। আইপিএলের কমলা টুপিও রয়েছে তাঁর দখলে। দিল্লির বিরুদ্ধে শতরান করে ৩৩ বছরের ব্যাটার ভাগ বসালেন কোহলীর কৃতিত্বে। ২০১৬ আইপিএলে ১৬টি ম্যাচে ৯৭৩ রান করেন কোহলী। সে বার চারটি শতরান করেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

Advertisement

বাটলার শুক্রবার পর্যন্ত এ বারের আইপিএলে সাতটি ম্যাচ খেলে তিনটি শতরান সহ ৪৯১ রান করেছেন। তাঁর গড় ৮১.৮৩। স্ট্রাইক রেট ১৬১.৫১। কলকাতা নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আগেই শতরান করেছেন বাটলার। শুক্রবার দিল্লির বিরুদ্ধে শতরান করেন তিনি।

এ বারের আইপিএলে আর একটি শতরান করলে স্পর্শ করবেন কোহলীর সর্বাধিক শতরানের রেকর্ড। পাঁচটি শতরান করতে পারলে আইপিএলের ১৫ বছরের ইতিহাসে নতুন রেকর্ড গড়বেন বাটলার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement