এ বারের আইপিএলে তিনটি শতরান করে ফেললেন বাটলার। আইপিএলে মোট চারটি শতরান ইংরেজ ব্যাটারের। এ বারের আইপিএলে বিধ্বংসী ছন্দে রয়েছেন তিনি। দিল্লি বোলারদের তছনছ করলেন বাটলার। তাঁর ইনিংস সাজানো ছিল ৯টি চার এবং ৯টি ছয় দিয়ে। মুস্তাফিজুর রহমান যখন তাঁর উইকেট নিলেন, রাজস্থানের রান তখন ২০২। দিল্লির হাত থেকে প্রথম ইনিংসেই ম্যাচটি ধরা ছোঁয়ার বাইরে নিয়ে চলে যান তিনি।
—ফাইল চিত্র
৬৫ বলে ১১৬ রান। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জস বাটলারের শতরানই ম্যাচ নিয়ে চলে গেল রাজস্থানের পকেটে। ম্যাচের সেরা হলেন তিনিই।
এ বারের আইপিএলে তিনটি শতরান করে ফেললেন বাটলার। আইপিএলে মোট চারটি শতরান ইংরেজ ব্যাটারের। এ বারের আইপিএলে বিধ্বংসী ছন্দে রয়েছেন তিনি। দিল্লি বোলারদের তছনছ করলেন বাটলার। তাঁর ইনিংস সাজানো ছিল ৯টি চার এবং ৯টি ছয় দিয়ে। মুস্তাফিজুর রহমান যখন তাঁর উইকেট নিলেন, রাজস্থানের রান তখন ২০২। দিল্লির হাত থেকে প্রথম ইনিংসেই ম্যাচটি ধরা ছোঁয়ার বাইরে নিয়ে চলে যান তিনি।
এ বারের আইপিএলে এখনও পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছেন বাটলার। তিনটি শতরান-সহ তাঁর সংগ্রহ ৪৯১ রান। গড় ৮১.৮৩। স্ট্রাইক রেট ১৬১.৫১। এখনও পর্যন্ত ৩২টি ছক্কা হাঁকিয়েছেন শুধু এ বারের আইপিএলেই। রাজস্থানের পাঁচটি জয়ের পিছনেই তাঁর অবদান রয়েছে। পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে রাজস্থান।