হার্দিক পাণ্ড্য। ছবি: আইপিএল
আইপিএলে গুজরাত টাইটান্সের সাফল্য দেখে বিষ্মিত অনেক ক্রিকেট বোদ্ধাই। তেমন তারকা খচিত দল না হলেও হার্দিক পাণ্ড্যর দল ছুটছে অশ্বমেধের ঘোড়ার মতোই। কী এই সাফল্যের রহস্য? জানালেন অধিনায়ক হার্দিক নিজেই।
এখনও পর্যন্ত আইপিএলের নয়টি ম্যাচ খেলে আটটিতেই জয় পেয়েছে গুজরাত। প্রতিযোগিতার শেষ চারে যাওয়া কার্যত নিশ্চিত তাদের। এমন সাফল্য আর কোনও দলের নেই। অধিনায়ক হার্দিক বলছেন, কোনও জাদু নেই তাঁর দলে। নেই কোনও যাজক বা পুরোহিতও।
চোট সারিয়ে দীর্ঘ দিন পর আইপিএলে সেরা ছন্দে দেখা যাচ্ছে হার্দিককে। দলের সাফল্য নিয়ে তিনি বলেছেন, ‘‘ব্যক্তি হিসেবে আমি সব সময় নিশ্চিত করতে চাই যাতে আমরা একা না এগই। সতীর্থদের নিয়ে বা আমার চারপাশে যারা রয়েছে সকলকে নিয়েই এগতে পছন্দ করি। সবাই এক সঙ্গে এগতে চাওয়ার এই প্রক্রিয়াই আমাদের সাফল্যের কারণ। আমি হয়তো দলের অধিনায়ক। কিন্তু আমাদের দলে কোনও যাজক বা পুরোহিত নেই।’’
হার্দিক আরও বলেছেন, ‘‘আমরা সকলেই এক রাস্তায় রয়েছি। এক জনের জন্য সবাই এবং সকলের জন্য এক জন। এই মানসিকতা নিয়েই আমরা চলছি। দলের সকলেই মনে করতে পারছে অধিনায়কের মতো তারাও দলের গুরুত্বপূর্ণ অংশ।’’ তাঁরা সাফল্য উপভোগ করছেন জানিয়ে এই অলরাউডার বলেছেন, ‘‘আমাদের সামনে যে সুযোগ এসেছে, সেটা আমরা উপভোগ করতে চাইছি। বেশ কিছু দুর্দান্ত মানুষ আমাদের চার দিকে রয়েছেন। ফলাফল যে ভাবে আমাদের পক্ষে আসছে, এর থেকে ভাল শুরু আর কী চাইতে পারি।’’
রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, রজত পতিদারদের প্রশংসা করেছেন হার্দিক। তাঁর মতে সকলেই নিজেদের কাজ পরিকল্পনা অনুযায়ী ভাল করছে বলেই সাফল্য আসছে। প্রতিযোগিতার শেষ পর্যন্ত ছন্দ ধরে রাখাই লক্ষ্য গুজরাত অধিনায়কের।