ICC Women's World Cup

Women’s World Cup 2022: দক্ষিণ আফ্রিকাকে ১৩৭ রানে হারিয়ে মহিলাদের বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড

দুরন্ত খেলেন ওয়াট। সেমিফাইনালে শতরান করেন তিনি। শেষ পর্যন্ত ১২৯ রান করে সাজঘরে ফেরেন তিনি। ডাঙ্কলি ও একলেস্টোন মিলে দলের রানকে ৩০০-র কাছে নিয়ে যান। ৬০ রান করে আউট হন ডাঙ্কলি। শেষ পর্যন্ত ৫০ ওভারে ২৯৩ করে ইংল্যান্ড।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ৩১ মার্চ ২০২২ ১৩:০৬
Share:

৬ উইকেট নিয়েছেন একলেস্টোন ছবি: টুইটার।

মহিলাদের বিশ্বকাপের সেমিফাইনালে সহজ জয় পেল ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকাকে ১৩৭ রানে হারাল তারা। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৩ রান করে ইংল্যান্ড। শতরান করেন ড্যানিয়েল ওয়াট। তার পরে মাত্র ১৫৬ রানে দক্ষিণ আফ্রিকাকে অলআউট করে দেয় হেদার নাইটের দল। এক দিনের ক্রিকেটে মহিলাদের বিশ্বের এক নম্বর বোলার সোফি একলেস্টোন ৬ উইকেট নেন।
টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক সুনে লুস। শুরুটা ভাল হয়নি ইংল্যান্ডের। বিউমন্ট, নাইট, শিভার রান পাননি। ওপেনার ওয়াট এক দিকে ধরে খেলছিলেন। তাঁর সঙ্গে জুটি বাঁধেন অ্যামি জোনস। তিনি আউট হলে ডাঙ্কলির সঙ্গে মিলে দলকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন ওয়াট। দু’জনের মধ্যে ১১৬ রানের জুটি হয়।

Advertisement

দুরন্ত খেলেন ওয়াট। সেমিফাইনালে শতরান করেন তিনি। শেষ পর্যন্ত ১২৯ রান করে সাজঘরে ফেরেন তিনি। ডাঙ্কলি ও একলেস্টোন মিলে দলের রানকে ৩০০-র কাছে নিয়ে যান। ৬০ রান করে আউট হন ডাঙ্কলি। শেষ পর্যন্ত ৫০ ওভারে ২৯৩ করে ইংল্যান্ড।

রান তাড়া করতে নেমে শুরুতেই দক্ষিণ আফ্রিকার সেরা ব্যাটার লরা উলভার্টকে আউট করেন শ্রাবসোল। সেই শুরু। তার পর থেকে নির্দিষ্ট ব্যবধানে উইকেট পড়তে থাকে। কোনও বড় জুটি হয়নি। দারুণ বল করলেন স্পিনার একলেস্টোন। তিনি কেন মহিলাদের এক দিনের ক্রিকেটে বিশ্বের সেরা বোলার তা দেখিয়ে দিলেন। শেষ পর্যন্ত ৩৮ ওভারে ১৫৬ রান অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। রবিবার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে ইংল্যান্ড।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement