পঞ্জাবের বিরুদ্ধে ওয়ার্নারের পরে দ্বিতীয় সর্বাধিক রান শিখর ধবনের। তিনি করেছেন ৮৭৪ রান। এ বারের নিলামে পঞ্জাবই কিনেছে ধবনকে। সুরেশ রায়না পঞ্জাবের বিরুদ্ধে ৮২২ রান করেছেন।
আইপিএলে কী নজির ওয়ার্নারের ছবি: আইপিএল
আইপিএলে বড় নজির গড়লেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার ডেভিড ওয়ার্নার। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৩০ বলে ৬০ রান করার সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে ১০০০ রান পার করেছেন তিনি। আইপিএলে একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে ১০০০ রান রয়েছে রোহিত শর্মার। সেই ক্লাবে এ বার যোগ দিলেন ওয়ার্নার।
আইপিএলে পঞ্জাবের বিরুদ্ধে ২২ ম্যাচে ১০০৫ রান করেছেন ওয়ার্নার। এর আগে আইপিএলে কোনও নির্দিষ্ট ফ্র্যা়ঞ্চাইজির বিরুদ্ধে ১০০০ রান করেছেন একমাত্র রোহিত। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৩০ ম্যাচে ১০১৮ রান করেছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক।
পঞ্জাবের বিরুদ্ধে ওয়ার্নারের পরে দ্বিতীয় সর্বাধিক রান শিখর ধবনের। তিনি করেছেন ৮৭৪ রান। এ বারের নিলামে পঞ্জাবই কিনেছে ধবনকে। সুরেশ রায়না পঞ্জাবের বিরুদ্ধে ৮২২ রান করেছেন।
পঞ্জাবের বিরুদ্ধে ওয়ার্নারের ব্যাটিং গড় ৫০-এর বেশি। ১৪২.৩৫ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। পঞ্জাবের বিরুদ্ধে ১২টি অর্ধশতরান রয়েছে ওয়ার্নারের। তার মধ্যে শেষ অর্ধশতরান এসেছে আগের ম্যাচে।