বাগুইআটি থেকে গ্রেফতার দুই। —নিজস্ব চিত্র
কলকাতার বাগুইআটি থেকে গ্রেফতার আইপিএল বেটিং চক্রের দুই মাথা। এর আগে এই চক্রের ২১ জনকে গ্রেফতার করা হয়েছিল বলে জানা গিয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করেই এই দু’জনকে গ্রেফতার করল সিআইডি। ধৃতদের থেকে কম্পিউটার, প্রিন্টার, বৈদ্যুতিন যন্ত্র-সহ প্রায় ৫২ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
সূত্রের খবর, শুধু ফাইনাল ম্যাচ নয়, পুরো আইপিএলেই এই বেটিং চক্র সক্রিয় ছিল। বাগুইআটি থেকে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে দিলীপ শ এবং দীপক হাজরাকে। এর আগে বসিরহাটের চারটি দোকান থেকে একাধিক জনকে গ্রেফতার করা হয়। তাদের বয়স ১৮ থেকে ৫৭ বছরের মধ্যে। প্রত্যেকেই বসিরহাটের বাসিন্দা। বাগুইআটি থেকে যাদের গ্রেফতার করা হয়েছে, তারা বিহারে পালিয়ে গিয়েছিল। ফিরে আসতেই তাদের গ্রেফতার করেছে সিআইডি।
পুলিশের দাবি, জেরায় ধৃতরা স্বীকার করেছে যে তারা আইপিএলের বেটিংয়ের সঙ্গে যুক্ত। বসিরহাটের বিভিন্ন জায়গায় এই বেটিং চক্র চালাত তারা। আরও কেউ এই চক্রের সঙ্গে যুক্ত কি না তার তদন্ত করছে সিআইডি।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।