একের পর এক উইকেট পড়ছিল কলকাতার। সেই সময় শ্রেয়স পারতেন বড় ইনিংস গড়তে। কিন্তু তাঁকে ফিরিয়ে দিয়ে কলকাতার হাত থেকে ম্যাচটাই নিয়ে চলে যান হাসরঙ্গ। ৪ ওভারে ৪ উইকেট তুলে নেন তিনি।
—ফাইল চিত্র
কলকাতা বনাম বেঙ্গালুরু ম্যাচে সেরা চালটি দিলেন অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি। তাঁর এই চাল বদলে দিল ম্যাচের রং।
কলকাতার অধিনায়ক শ্রেয়স আয়ার ব্যাট করতে নামতেই শ্রীলঙ্কার স্পিনার হাসরঙ্গকে বল করতে পাঠালেন ফ্যাফ। আর তাতেই কেল্লাফতে। শ্রীলঙ্কার স্পিনারের বিরুদ্ধে বেশি ক্ষণ টিকতে পারলেন না শ্রেয়স। হাসরঙ্গের তৃতীয় বল খেলতে গিয়ে লং অনে ক্যাচ তুলে দেন শ্রেয়স।
একের পর এক উইকেট পড়ছিল কলকাতার। সেই সময় শ্রেয়স পারতেন বড় ইনিংস গড়তে। কিন্তু তাঁকে ফিরিয়ে দিয়ে কলকাতার হাত থেকে ম্যাচটাই নিয়ে চলে যান হাসরঙ্গ। ৪ ওভারে ৪ উইকেট তুলে নেন তিনি।
৩ উইকেটে ম্যাচ জিতে নিল বেঙ্গালুরু। কলকাতার প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিক বেঙ্গালুরুকে জিতিয়ে মাঠ ছাড়েন।