শামি ভারতীয় টেস্ট দলের নিয়মিত ক্রিকেটার হলেও সাদা বলের ক্রিকেটে প্রায় ব্রাত্য। সেখানে আইপিএলে তাঁর সামনেও সুযোগ নিজেকে সাদা বলের ক্রিকেটে প্রমাণ করার। বাংলার দুই ক্রিকেটার সোমবার নামবেন কি না তার জন্য চোখ রাখতে হবে সন্ধেবেলার ম্যাচে।
—ফাইল চিত্র
এ বারের আইপিএল দশ দলের। নতুন দুই দল লখনউ সুপার জায়ান্টস এবং গুজরাত টাইটান্স। সোমবার খেলতে নামবে তারা। এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স না থাকলেও বাংলার ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে আইপিএলের এই ম্যাচের দিকে। সেই দুই দলেই রয়েছে বাংলা যোগ।
লখনউ দলের মালিক বাংলার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ। অন্য দিকে গুজরাত দলের হয়ে সোমবার মাঠে নামতে পারেন ঋদ্ধিমান সাহা এবং মহম্মদ শামি। দু’জনেই বাংলা দলের বহু দিনের যোদ্ধা। ভারতীয় দলেও অনেক দিন ধরে খেলছেন তাঁরা। টেস্ট দল থেকে কিছু দিন আগে বাদ পড়েছেন ঋদ্ধি। এর পর এক সাংবাদিককে নিয়েও অভিযোগ তোলেন তিনি। সেই নিয়ে তৈরি হয় বিতর্ক। ভারতীয় দলের সাজঘরের কথা বাইরে নিয়ে আসায় ঋদ্ধির বিরুদ্ধেও অভিযোগ ওঠে। সেই সমস্ত বিতর্ককে ছুড়ে ফেলার জন্য বাংলার উইকেটরক্ষকের সামনে আইপিএলের মঞ্চ। আর সেই মঞ্চে প্রথম ম্যাচ লখনউয়ের বিরুদ্ধে। যে দলের মালিক বাংলার এক শিল্পপতি।
শামি ভারতীয় টেস্ট দলের নিয়মিত ক্রিকেটার হলেও সাদা বলের ক্রিকেটে প্রায় ব্রাত্য। সেখানে আইপিএলে তাঁর সামনেও সুযোগ নিজেকে সাদা বলের ক্রিকেটে প্রমাণ করার। বাংলার দুই ক্রিকেটার সোমবার নামবেন কি না তার জন্য চোখ রাখতে হবে সন্ধেবেলার ম্যাচে।
সঞ্জীব গোয়েঙ্কার দলে যদিও কোনও বাংলার ক্রিকেটার নেই। তিনি ভরসা রেখেছেন অধিনায়ক লোকেশ রাহুলের উপর। মেন্টর হিসেবে তাঁর দলে রয়েছেন নাইটদের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর। যাঁর নেতৃত্বে আইপিএলও জিতেছে কলকাতা। লখনউ বনাম গুজরাত ম্যাচ তাই আলোচনার বিষয় হয়ে উঠেছে বাংলার কাছেও।