শোয়েব আখতার। —ফাইল ছবি
কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সময়ের অম্ল-মধুর অভিজ্ঞতার তথা জানালেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার। ২০০৮ সালে আইপিএল শুরুর বছরেই কেকেআর-এর সদস্য ছিলেন তিনি। তৎকালীন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর ফিটনেস নিয়ে কোচ জন বুকাননকে কী বলেছিলেন, তা প্রকাশ্যে আনলেন শোয়েব।
কেকেআর-এর হয়ে খেলতে আসার আগে নির্বাসিত ছিলেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস। সেই প্রসঙ্গ তুলে শোয়েব বলেছেন, ‘‘নির্বাসিত থাকার জন্য কেকেআর-এর প্রস্তুতি শিবিরে যোগ দিলেও ম্যাচ খেলতে পারছিলাম না। আমাকে দেখে কোচ বুকাননের মনে হয়েছিল, আমি ফিট নই। সে কথা অধিনায়ক সৌরভকেও বলেছিলেন বুকানন। জবাবে সৌরভ বলেছিল, ও সব সময়ই আনফিট থাকে। কিন্তু ওকে নিয়ে ভাবার দরকার নেই। ও যদি অর্ধেক ফিট থাকে তা হলেও হবে।
সে বার প্রতিযোগিতার ৩৫তম ম্যাচে মাঠে নামার সুযোগ পান শোয়েব। নিজের প্রথম ম্যাচেই ইডেনের আগুন ঝরিয়ে ছিলেন। দিল্লির বীরেন্দ্র সহবাগ, গৌতম গম্ভীর, এবি ডি’ভিলিয়ার্স, মনোজ তিওয়ারিকে আউট করেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার। সে বছর কেকেআর-এর হয়ে মাত্র তিনটি ম্যাচ খেলেন তিনি।