Wriddhiman Saha

IPL 2022: আনন্দবাজার অনলাইনের বিচারে গুজরাত-হায়দরাবাদ ম্যাচের সেরা ঋদ্ধিমান সাহা

বিশাল রানের লক্ষ্য মাথায় নিয়ে উমরান মালিকদের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেলেন বাংলার ঋদ্ধি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২২ ২৩:৫৯
Share:

ছবি: টুইটার থেকে

গুজরাত টাইটান্সের পাঁচ উইকেটে জয়ের পিছনে বড় ভূমিকা নিলেন ঋদ্ধিমান সাহা। ৬৮ রান করলেন তিনি। আনন্দবাজার অনলাইনের বিচারে তিনিই ম্যাচের সেরা।

বাংলার উইকেটরক্ষক গুজরাতের হয়ে ওপেন করতে নামেন। তাঁর সামনে ১৯৬ রানের বিশাল লক্ষ্য ছিল। কিন্তু সেই চাপের মুখে ভেঙে পড়েননি ঋদ্ধি। শুভমনকে সঙ্গে নিয়ে প্রতি ওভারে ১০ রান নেওয়ার চেষ্টা করছিলেন তিনি। শুভমন ২২ রান করে ফিরে গেলেও তিনি লড়াই চালিয়ে গেলেন। ৩৮ বলে ৬৮ রান করেন ঋদ্ধি। ১১টি চার এবং একটি ছয় দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস।

Advertisement

ঋদ্ধি শুরু থেকে রানের গতি কমতে না দেওয়ায় শেষ পর্যন্ত লড়াইয়ে ছিল গুজরাত। ঋদ্ধির গড়ে দেওয়া ইনিংসের উপর ভর করেই শেষ বেলায় জয়ের রান তুললেন রশিদ খান এবং রাহুল তেওয়াটিয়া।

ভারতীয় দল থেকে বাদ পড়েছেন ঋদ্ধি। কিন্তু সাদা বলের ক্রিকেটে তিনি যে এখনও কতটা দক্ষতা রাখেন তা বুঝিয়ে দিলেন বুধবার। বিশাল রানের লক্ষ্য মাথায় নিয়ে উমরান মালিকদের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেলেন বাংলার ঋদ্ধি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement