আইপিএলে নতুন নজির ফিঞ্চের। ছবি: আইপিএল
শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রথম ম্যাচ খেললেন অ্যারন ফিঞ্চ। মাঠে নামার সঙ্গে সঙ্গে একটি রেকর্ডও করে ফেলেছেন সীমিত ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়ার অধিনায়ক।
এই নিয়ে আইপিএলে ন’টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেললেন ফিঞ্চ। আইপিএলে এতগুলি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার নজির আর কোনও ক্রিকেটারের নেই। অস্ট্রেলীয় ব্যাটারের পর রয়েছেন দীনেশ কার্তিক। তিনি সাতটি ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল খেলেছেন এখনও পর্যন্ত। ছ’টি ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল খেলেছেন রবীন উথাপ্পা, থিসারা পেরেরা, পার্থিব পটেল, ইশান্ত শর্মা, যুবরাজ সিংহ এবং ইরফান পাঠান।
২০১০ সালে প্রথম আইপিএল খেলেন ফিঞ্চ। সে বার তিনি ছিলেন রাজস্থান রয়্যালসে। এর পর বিভিন্ন সময় দিল্লি ক্যাপিটালস, পুনে ওয়ারিয়র্স, সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাত লায়ন্স, পঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন। এ বারের আইপিএল নিলামে ফিঞ্চকে কোনও ফ্র্যাঞ্চাইজি কেনেনি। পরে অ্যালেক্স হেলস দীর্ঘ দিন জৈব বলয়ে থাকতে না চাওয়ায় প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নেন। তাঁর পরিবর্ত হিসেবে ফিঞ্চকে নিয়েছে কেকেআর।
কেকেআর-এর হয়ে অভিষেক ম্যাচে অবশ্য তেমন কিছু করতে পারেননি অস্ট্রেলীয় ব্যাটার। ওপেন করতে নেমে মাত্র ৭ রান করেছেন। মার্কো জানসেনের বলে তিনি আউট হয়ে যান। দলও হায়দরাবাদের কাছে হেরে গিয়েছে।