IPL 2023

আইপিএলের প্লে-অফে ওঠার সুযোগ এখনও রয়েছে সৌরভের দিল্লির, কী ভাবে?

এ বারের আইপিএলে প্লে-অফে ওঠার লড়াইয়ে এখনও সব দলই রয়েছে। কোনও দলই যে খুব এগিয়ে রয়েছে এমনটা বলা যাবে না। দিল্লি আট ম্যাচে চার পয়েন্ট পেয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৩ ১৮:৪০
Share:

দিল্লি দল নিয়ে চিন্তা বাড়ছে সৌরভ, ওয়ার্নারদের। —ফাইল চিত্র

একের পর এক ম্যাচে হার। এ বারের আইপিএলে প্রথম পাঁচটি ম্যাচেই হেরে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। সৌরভ গঙ্গোপাধ্যায় (ডিরেক্টর অব ক্রিকেট), রিকি পন্টিং (কোচ) সমৃদ্ধ দলটির এমন অবস্থা চমকে দিয়েছিল সকলকেই। পরে জয়ে ফিরলেও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতে হয়েছে দিল্লিকে। এমন অবস্থায় প্লে-অফে ওঠা তাদের পক্ষে কঠিন, তবে অসম্ভব নয়।

Advertisement

এ বারের আইপিএলে প্লে-অফে ওঠার লড়াইয়ে এখনও সব দলই রয়েছে। কোনও দলই যে খুব এগিয়ে রয়েছে এমনটা বলা যাবে না। দিল্লি আট ম্যাচে চার পয়েন্ট পেয়েছে। বাকি রয়েছে আরও ছ’টি ম্যাচ। সেই সব ক’টি ম্যাচ জিতলে দিল্লির পয়েন্ট হবে ১৬ পয়েন্ট। প্লে-অফের দৌড়ে তখন থাকতেই পারে দিল্লি। যদিও অন্যদের হারের দিকেও তাকিয়ে থাকতে হবে সৌরভদের। উপরের দিকে দলগুলি হারলে সুবিধা হবে তাদের। সেই অপেক্ষার সঙ্গে নিজেদের ম্যাচও জিততে হবে দিল্লিকে।

দিল্লির পরের ম্যাচ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। সেই ম্যাচ হবে ২ মে। হার্দিক পাণ্ড্যদের বিরুদ্ধে আমদাবাদে হেরে গেলেই প্লে-অফের আশা ছাড়তে হবে দিল্লিকে। গুজরাত ছাড়াও তাদের এখনও ম্যাচ বাকি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে একটি এবং চেন্নাই সুপার কিংস, পঞ্জাব কিংসের বিরুদ্ধে দু’টি করে। সেই সব জিততেই হবে দিল্লিকে। কাজটা খুব সহজ নয়।

Advertisement

আইপিএলের লিগ টেবিলে দিল্লির উপর রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মাদের সাত ম্যাচে ছ’পয়েন্ট। একই পয়েন্ট রয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদের। প্লে-অফের ওঠার রাস্তা তাদের জন্যেও এ বারে বেশ কঠিন হয়ে পড়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement