হার্দিক পাণ্ড্য। ছবি: আইপিএল
দলের পারফরম্যান্স যত খারাপ হচ্ছে, তত রাগ বাড়ছে হার্দিক পাণ্ড্যের। শনিবার দিল্লি ক্যাপিটালস ম্যাচে হার্দিকের রাগ দেখে অনেকেই বিস্মিত। বিপক্ষের দুই ব্যাটারের মার দেখে সতীর্থদের উপর রেগে গেলেন হার্দিক। সঙ্গে সঙ্গে সমালোচনায় ভরিয়ে দিলেন সমর্থকেরাও।
দিল্লির ব্যাটিংয়ের সময় ঘটনাটি ঘটেছে। জেক ফ্রেজ়ার-ম্যাকগার্কের দাপটে তত ক্ষণে ১২৮ রান তুলে ফেলেছে দিল্লি। মুম্বইয়ের বোলারদের বল মাঠের বিভিন্ন প্রান্তে পাঠাচ্ছিলেন ম্যাকগার্ক। সতীর্থদের বোলিং দেখে মেজাজ ঠিক রাখতে পারেননি হার্দিক। তিনি ফিল্ডিং করছিলেন বাউন্ডারির ধারে। সেখান থেকে এক সতীর্থের দিকে চেঁচিয়ে ওঠেন। সেই বোলারটি কে তা অবশ্য বোঝা যায়নি। তবে এক সমর্থক সেই ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, “হার্দিক বুঝতে পারছে মুম্বই দলের অধিনায়ক হওয়া কতটা কঠিন। ওর রাগ দেখলেই সেটা বুঝতে পারবেন।”
আগে ব্যাট করে মুম্বই বোলারদের যথেচ্ছ আক্রমণ করেন ম্যাকগার্ক। একের পর এক বল উড়ে যেতে থাকে গ্যালারিতে। মাত্র ২৭ বলে ৮৪ রান করেন তিনি। এখানে দিল্লি থামেনি। শে হোপ (১৭ বলে ৪১) এবং ট্রিস্টান স্টাবল (২৫ বলে ৪৮) মুম্বই বোলারদের আরও আক্রমণ করেন। স্বাভাবিক ভাবেই মেজাজ হারান হার্দিক।