এ বারের আইপিএলে আবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র
প্রথম দল হিসাবে এ বারের আইপিএলের প্লে-অফে উঠেছে গুজরাত টাইটান্স। আরও এক বার ট্রফি জয়ের লক্ষ্যে এগোচ্ছেন হার্দিক পাণ্ড্যরা। তবে দলের সবাইকে সমান ভাবে দেখেন না হার্দিক। কয়েক জন তাঁর বেশি কাছের। প্লে-অফে উঠে তাঁদের নাম করলেন গুজরাত অধিনায়ক।
হার্দিক বলেছেন, ‘‘বোলাররা আমার বেশি কাছের। টি-টোয়েন্টিতে সাধারণত বেশি কৃতিত্ব পায় ব্যাটাররা। কিন্তু বোলারদের কয়েকটা উইকেট বা কয়েকটা কম রানের ওভার খেলার ছবি বদলে দেয়। তাই ওদের বেশি কৃতিত্ব প্রাপ্য। আমি চেষ্টা করি বোলারদের সব ধরনের স্বাধীনতা দিতে। ওদের মতো করে ভাবতে।’’
এ বারের মরসুমের শুরু থেকে চ্যাম্পিয়নের মতোই খেলছে গুজরাত। দলের সবাই ভাল ছন্দে রয়েছে। তাঁরা যোগ্য দল হিসাবেই প্লে-অফে উঠেছেন বলে মনে করেন হার্দিক। দলের অধিনায়ক বলেছেন, ‘‘দলের ক্রিকেটারদের নিয়ে গর্বিত। গত বছর পরিস্থিতি অন্য রকম ছিল। কিন্তু এ বার আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ ছিল। যে ভাবে দলের সবাই সেই চ্যালেঞ্জের মোকাবিলা করেছে তাতে ওদের প্রশংসা করতেই হয়। আমরা যোগ্য দল হিসাবে প্লে-অফে উঠেছি।’’
এই মরসুমে গ্রুপ পর্বে ১৩টি ম্যাচের মধ্যে ৯টি ম্যাচে জিতেছে গুজরাত। মাত্র ৪টি ম্যাচে হেরেছেন হার্দিকরা। যে কয়েকটি ম্যাচে হেরেছেন সেগুলিতেও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। কোনও দল তাঁদের গুঁড়িয়ে দিতে পারেনি। সেই কথা শোনা গিয়েছে হার্দিকের মুখেও। তিনি বলেছেন, ‘‘আমি দলের সবার সঙ্গে কথা বলি। ওদের কাছে জানতে চাই ওরা কী ভাবছে। এ বছর আমরা কিছু ভুল করেছি। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই ঠিক করেছি। আমার মনে হয় না কোনও দল আমাদের গুঁড়িয়ে দিতে পেরেছে।’’
গ্রুপ পর্বে আর একটিই ম্যাচ বাকি রয়েছে গুজরাতের। একেবারে শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলবে তারা। তবে এখন থেকেই প্লে-অফের পরিকল্পনা শুরু করে দিয়েছেন হার্দিকরা। আরও এক বার ঘরের মাঠে আইপিএল জেতার স্বপ্ন দেখছেন হার্দিকরা।