আইপিএলে অধিনায়ক হিসাবে প্রথম বছরই গুজরাত টাইটান্সকে চ্যাম্পিয়ন করেছেন হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র
দুপুরের খেলায় টসে জিতলে প্রথমে ব্যাট করবেন ভেবেছিলেন হার্দিক পাণ্ড্য। কিন্তু ইডেনের আকাশে কালো মেঘ তাঁর সিদ্ধান্ত বদল করতে বাধ্য করল। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন হার্দিক।
টস শেষে হার্দিক বলেন, ‘‘আমরা প্রথমে বল করব। শুধুমাত্র আবহাওয়ার কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি। যখন মাঠে এসেছিলাম, তখন আকাশে রোদ ছিল। ভেবেছিলাম টসে জিতলে ব্যাট করব। কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছে। তাই পরে ব্যাট করব।’’
শনিবার কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাস মেনেই দুপুরের পরে কালো মেঘে ঢেকেছে আকাশ। দুপুরেই ইডেনে ফ্লাডলাইট জ্বালাতে হয়েছে। গোটা মাঠ ঢেকে দেওয়া হয়েছে কভারে। বৃষ্টির কারণে খেলা শুরু হতেও খানিকটা দেরি হবে।
বৃষ্টির কারণে খেলায় বিঘ্ন হলে পরের দিকে ডারওয়ার্থ লুইস নিয়ম কাজে লাগতে পারে। সে ক্ষেত্রে সাধারণত পরে ব্যাট করা দলের সুবিধা হয়। কারণ, লক্ষ্য দেখে ব্যাট করতে পারে তারা। সেই কারণেই নিজের সিদ্ধান্ত বদলে ফেলেছেন গুজরাতের অধিনায়ক।