চোট পেলেন ঋদ্ধিমান সাহা। —ফাইল চিত্র
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নেমে চোট পেলেন ঋদ্ধিমান সাহা। গুজরাত টাইটান্সের হয়ে ওপেন করতে নেমেছিলেন তিনি। কিন্তু উইকেটরক্ষা করতে দেখা গেল না তাঁকে। শ্রীকর ভরত নামলেন ওপেন করতে। ধারাভাষ্যকররা জানালেন যে, চোট রয়েছে ঋদ্ধির। সেই কারণেই উইকেটরক্ষা করতে নামলেন না তিনি।
ব্যাট হাতে ১৭ বলে ১৭ রান করেন ঋদ্ধি। সেই সময় তাঁকে কোথাও চোট পেতে দেখা যায়নি। কী ভাবে চোট পেলেন তা এখনও গুজরাতের পক্ষে জানানো হয়নি। শুধু ধারাভাষ্যকাররা বলেন, “হালকা চোট রয়েছে ঋদ্ধির। সেই কারণেই তাঁর বদলে ভরত উইকেটরক্ষক হিসাবে নেমেছেন। এটা কোনও ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে পরিবর্তন নয়। ঋদ্ধির চোট রয়েছে বলে পরিবর্তন করা হয়েছে।” ভারতের টেস্ট দলেও ঋদ্ধির বদলে ভরতকেই খেলানো হয়। আইপিএলেও দেখা গেল ঋদ্ধি চোট পেতে তাঁর পরিবর্ত ভরত। এ বারের নিলামেই ভরতকে কেনে গুজরাত।
ঋদ্ধি খুব বেশি রান না পেলেও রবিবার প্রথমে ব্যাট করে গুজরাত ২০৪ রান তুলে নেয়। এর মধ্যে সাঁই সুদর্শন একাই ৫৩ রান করেন। শেষ বেলায় বিজয় শঙ্কর ২৪ বলে ৬৩ রান করেন। তাঁর দাপটে ২০০ রানের গণ্ডি পার করে গুজরাত। কলকাতার সামনে ২০৫ রানের লক্ষ্য রেখেছে তারা।