ট্রফি হাতে কেকেআরের বেঙ্কটেশ আয়ার। ছবি: আইপিএল।
চেন্নাইয়ের মাটিতে আইপিএল জিতেছে কলকাতা নাইট রাইডার্স। ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে তারা। ফাইনাল শেষে মোট ১৮টি পুরস্কার দেওয়া হয়েছে। কারা সেগুলি পেলেন? প্রতিটি পুরস্কারের জন্য কত টাকা করে পেলেন তাঁরা?
আইপিএল চ্যাম্পিয়ন— কলকাতা নাইট রাইডার্স (২০ কোটি টাকা) রানার্স আপ— সানরাইজার্স হায়দরাবাদ (১২.৫ কোটি টাকা)
ফেরার প্লে পুরস্কার— সানরাইজার্স হায়দরাবাদ
সবচেয়ে দামি ক্রিকেটার— সুনীল নারাইন (১০ লক্ষ টাকা)
কমলা টুপি— বিরাট কোহলি (১০ লক্ষ টাকা)
বেগনি টুপি— হর্ষল পটেল (১০ লক্ষ টাকা) আইপিএলের উঠতি তারকা— নীতীশ রেড্ডি (১০ লক্ষ টাকা)
সবচেয়ে বেশি চার— ট্রেভিস হেড (১০ লক্ষ টাকা)
সবচেয়ে বেশি ছক্কা— অভিষেক শর্মা (১০ লক্ষ টাকা)
সবচেয়ে বেশি স্ট্রাইক রেট— জেক ফ্রেজ়ার-ম্যাকগার্ক (১০ লক্ষ টাকা)
আইপিএলের সেরা ক্যাচ— রমনদীপ সিংহ (১০ লক্ষ টাকা)
আইপিএলের সেরা মাঠ— উপ্পল স্টেডিয়াম, হায়দরাবাদ (৫০ লক্ষ টাকা)
ফাইনালের পুরস্কার:
সবচেয়ে বেশি স্ট্রাইক রেট— বেঙ্কটেশ আয়ার (১ লক্ষ টাকা)
ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য ম্যাচ— মিচেল স্টার্ক (১ লক্ষ টাকা)
ফাইনালে সবচেয়ে বেশি চার— রহমানুল্লা গুরবাজ় (১ লক্ষ টাকা)
ফাইনালে সবচেয়ে বেশি ছক্কা— বেঙ্কটেশ আয়ার (১ লক্ষ টাকা)
ফাইনালে সবচেয়ে বেশি ডট বল— হর্ষিত রানা (১ লক্ষ টাকা)
ফাইনালের সেরা ক্রিকেটার— মিচেল স্টার্ক (৫ লক্ষ টাকা)