Cricket

Cricket Betting: কলকাতায় ক্রিকেট জুয়া চক্র, পার্কস্ট্রিট থেকে গ্রেফতার চার

সূত্র মারফৎ খবর পেয়ে তল্লাশি চালায় পুলিশ। নগদ ছাড়াও ধৃতদের কাছ থেকে ল্যাপটপ এবং মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২২ ২২:১৭
Share:

শনিবার কলকাতা নাইট রাইডার্সের খেলার দিন শহরে সক্রিয় ক্রিকেট বেটিং চক্র। ফাঁস করল কলকাতা পুলিশের গুণ্ডাদমন শাখা।

সূত্র মারফৎ খবর পেয়ে শহরে তল্লাশি চালায় পুলিশ। শনিবার পার্কস্ট্রিট থেকে চার জনকে গ্রেফতার করে গোয়েন্দারা। ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে লক্ষাধিক টাকা।

আইপিএল বা বিশ্বকাপ ক্রিকেট নিয়ে উত্তেজনা থাকেই। সেই সুযোগে সক্রিয় হয়ে ওঠে বেটিং চক্রও। শনিবার পার্কস্ট্রিটের কারনানি ম্যানসনে হানা দিয়ে বিষ্ণু ভুয়ালকা, পঙ্কজ বাগলা, পিয়ূস বাগলা এবং বৈভব বিদ্যাসারিয়া নামে চার জনকে পাকড়াও করেন গোয়েন্দারা। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দু’লক্ষ সাতাত্তর হাজার টাকা। এছাড়াও মিলেছে আটটি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ।

Advertisement

উদ্ধার হওয়া টাকা, মোবাইল। নিজস্ব চিত্র

ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০বি এবং ৪২০ অর্থাৎ প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়াও রাজ্য গ্যাম্বলিং আইনের তিন ও চার নম্বর ধারাতেও রুজু করা হয়েছে মামলা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement