Rohit Sharma rest

এখনই ১৪ জন ভারতীয় ক্রিকেটারের আইপিএল ছেড়ে বেরিয়ে আসা উচিত, মত গাওস্করের

রোহিত শর্মার এখনই আইপিএল থেকে বিশ্রাম নিয়ে নেওয়া উচিত। এমনই মত সুনীল গাওস্করের। মোট ১৪ জন ভারতীয় ক্রিকেটারের আইপিএল থেকে সরে দাঁড়ানো উচিত, ঘুরিয়ে বলে দিলেন সানি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৩ ১৫:৪১
Share:

ভারতীয় দলকে উপদেশ সুনীল গাওস্করের। —ফাইল চিত্র

আইপিএলের ফাইনাল ২৮ মে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হবে ৭ জুন থেকে। মাঝে মাত্র ১০ দিন। সেই কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে থাকা ক্রিকেটারদের আইপিএলে বিশ্রাম প্রয়োজন বলে মনে করছেন অনেকে। চেতেশ্বর পুজারা ছাড়া ভারতীয় দলের বাকি ১৪ জন ক্রিকেটারই আইপিএলে খেলছেন। সুনীল গাওস্কর মনে করেন রোহিত শর্মার এখনই আইপিএল থেকে বিশ্রাম নিয়ে নেওয়া উচিত। শেষের দিকে আবার কিছু ম্যাচে ফিরলেই ভাল হবে বলে মনে করছেন গাওস্কর।

Advertisement

ভারতের প্রাক্তন অধিনায়ক গাওস্কর বলেন, “রোহিতের বিশ্রাম নেওয়া উচিত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে তা হলে তরতাজা থাকবে ও। শেষ কয়েকটা ম্যাচে ফিরে আসতে পারে। কিন্তু এখন ওর বিশ্রামই নেওয়া উচিত। মনে হচ্ছে রোহিতের মাথায় অনেক চিন্তা। হয়তো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে ভাবছে। একটা ছোট বিরতি প্রয়োজন ওর।”

এ বারের আইপিএলে ইতিমধ্যেই সাতটি করে ম্যাচ খেলে ফেলেছে সব দল। অর্ধেক আইপিএল হয়ে গিয়েছে। রোহিতরা সাত ম্যাচে ছ’পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছেন। গাওস্কর বলেন, “এ বছরের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের প্লে অফে যাওয়া কঠিন। অলৌকিক কিছু ঘটলে তবেই পরের পর্বে যেতে পারবে তারা। প্রথম চারে থাকতে হলে দুর্দান্ত ক্রিকেট খেলতে হবে রোহিতদের।”

Advertisement

গাওস্কর সব থেকে বেশি বিরক্ত মুম্বইয়ের বোলিং নিয়ে। তিনি বলেন, “একই ভুল করে চলেছে মুম্বইয়ের বোলাররা। বসিয়ে দেওয়া উচিত তাদের। কিছু ম্যাচ বসানো হোক। তারা পড়াশোনা করে আসুক। বুঝে নিক কোথায় কোথায় ভুল করছে।”

আইপিএল শুরু হওয়ার আগে সতীর্থদের বিশ্রাম নিয়ে পরামর্শ দিয়েছিলেন রোহিত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ় শেষ হওয়ার পরে ভারত অধিনায়ক বলেছিলেন, ‘‘আমি সবাইকে বলব নিজেদের শরীরের দিকে নজর দিতে। কারণ, সামনে অনেক খেলা আছে। তবে এ বারের আইপিএলে প্রতিটা ম্যাচের আগে কয়েক দিন করে পাওয়া যাবে। তাই বিশ্রামের পর্যাপ্ত সুযোগ রয়েছে। আমার মনে হয় না, শরীরের উপর খুব বেশি প্রভাব পড়বে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement