এ বারের আইপিএলে এখনও পর্যন্ত কমলা টুপির তালিকায় শীর্ষে ফ্যাফ ডুপ্লেসি। —ফাইল চিত্র
আইপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে গুজরাত টাইটান্সের কাছে হেরে প্লে-অফে ওঠার আগেই বিদায় নিতে হয়েছে আরসিবিকে। শতরান করেও দলের হার বাঁচাতে পারেননি বিরাট কোহলি। আইপিএল থেকে ছিটকে গিয়ে দলকেই দায়ী করলেন আরসিবির অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি। জানালেন, তাঁদের দলের যোগ্যতাই নেই আইপিএলের প্লে-অফে ওঠার।
আইপিএল থেকে ছিটকে যাওয়ার পরে ডুপ্লেসি বলেছেন, ‘‘খুব হতাশ লাগছে। কিন্তু সত্যি বলতে, আমরা প্রতিযোগিতার সেরা দলগুলোর মধ্যে পড়ি না। প্লে-অফে ওঠার যোগ্যতা নেই আমাদের।’’ এত দূর পর্যন্ত আসার জন্য ভাগ্যকে ধন্যবাদ দিয়েছেন আরসিবি অধিনায়ক। বলেছেন, ‘‘আমরা ভাগ্যবান যে কয়েক জন ক্রিকেটার গোটা প্রতিযোগিতা জুড়ে ভাল খেলেছে। কিন্তু ১৪টা ম্যাচে সমান ধারাবাহিকতা আমরা দেখাতে পারিনি। দল হিসাবে আমরা শেষ চারে যাওয়ার যোগ্য ছিলাম না।’’
দলকে লড়াইয়ে রাখার জন্য কয়েক জনের নাম করেছেন ডুপ্লেসি। তালিকায় তিনি, কোহলি ছাড়াও গ্লেন ম্যাক্সওয়েল রয়েছেন। ডুপ্লেসি বলেছেন, ‘‘এই মরসুমে আমার ও বিরাটের জুটি ভাল হয়েছে। আশা করছি, আগামী বছরেও এটা আমরা ধরে রাখতে পারব। ম্যাক্সওয়েলও কয়েকটা ম্যাচে ভাল খেলেছে।’’
তিন ব্যাটার ছাড়াও পেসার মহম্মদ সিরাজ়ের প্রশংসাও করেছেন ডুপ্লেসি। এ বারের আইপিএলে ছন্দে ছিলেন সিরাজ়। তাঁকে নিয়ে ডুপ্লেসি বলেছেন, ‘‘সিরাজ় এ বার খুব ভাল বল করেছে। বোলিং বিভাগকে ও নেতৃত্ব দিয়েছে। সিরাজ়ের ভবিষ্যৎ খুব ভাল। প্রতিদিন আরও উন্নতি করছে ও।’’
এ বার না পারলেও সামনের বছর আবার চেষ্টা করবেন বলে জানিয়েছেন ডুপ্লেসি। তিনি বলেছেন, ‘‘এ বার আমরা কিছু ভুল করেছি। তার খেসারত দিতে হয়েছে। আগামী বছর চেষ্টা করব ভুল শুধরে মাঠে নামার। বেঙ্গালুরুর দর্শকরা গোটা মরসুম ধরে আমাদের সমর্থন করেছেন। আগামী বছর ওঁদের মুখে হাসি ফোটাতে চাই।’’