বিরাট কোহলি। —ফাইল চিত্র।
বিরাট কোহলির ঢাল হয়ে দাঁড়ালেন ফাফ ডুপ্লেসি। ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৮৩ রানের ইনিংস খেলেছেন বিরাট। তার পরেও তাঁর সমালোচনা হয়েছে। সামলাতে মাঠে নামলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ডুপ্লেসি।
কোহলির সমালোচনা হয়েছে তাঁর স্ট্রাইক রেটের জন্য। ৫৯ বলে ৮৩ রান করেছেন তিনি। ৪টি চার ও সম সংখ্যক ছক্কা মারলেও ১৪০.৬৮ স্ট্রাইক রেটে রান করেছেন বিরাট। পুরো ২০ ওভার ক্রিজ়ে ছিলেন তিনি। বিশেষ করে শেষ দিকে কোহলির স্ট্রাইক রেট অনেক কমে যায়। বড় শট মারতে পারছিলেন না কোহলি। সেই জন্যই তাঁর সমালোচনা হয়েছে।
ম্যাচ শেষে সমালোচনার জবাব দিয়েছেন ডুপ্লেসি। তিনি আঙুল তুলেছেন নিজেদের ঘরের মাঠের পিচের উপর। ডুপ্লেসি বলেন, “পিচ দেখে আমি অবাক হয়েছি। প্রথমে বুঝতে পারিনি পিচে চোরা গতি রয়েছে। কোনও বল দ্রুত আসছিল। কোনও বল থামছিল। ফলে বড় শট খেলতে সমস্যা হচ্ছিল। বিরাটের মতো ব্যাটারও সমস্যায় পড়েছে। গতি কম থাকায় ওর সমস্যা হচ্ছিল।”
কিন্তু সেই পিচেই রান তাড়া করতে নেমে পাওয়ার প্লে-তে ৮৫ রান করেছিল কলকাতা। সেখানেই ম্যাচ শেষ হয়ে গিয়েছিল। তারও ব্যাখ্যা দিয়েছেন ডুপ্লেসি। তিনি বলেন, “পরের দিকে শিশির পড়ায় পিচ অনেকটা সহজ হয়ে গিয়েছিল। বল পড়ে ব্যাটে ভাল ভাবে আসছিল। আমাদের বোলারেরা জোরে বল করে ওদের কাজটা আরও সহজ করে দিয়েছিল। আমরা পরিকল্পনা অনুযায়ী বল করতে পারিনি। সেই জন্যই হারতে হয়েছে।”