ভাল শুরু করলেও বড় রান করতে পারলেন না ঋষভ পন্থ। ছবি: আইপিএল।
প্রথম ৭ ওভারে উঠেছিল ৭২ রান। মনে হচ্ছিল ২০০-র উপর রান করবে দিল্লি ক্যাপিটালস। কিন্তু প্রথম তিন ব্যাটার আউট হতেই খেই হারাল দিল্লির ইনিংস। ১৫ মাস পরে খেলতে নামলেন ঋষভ পন্থ। ব্যাটে হাতে ১৩ বলে ১৮ রান করলেন তিনি। ভাল শুরু করেও পরের দিকে দ্রুত উইকেট পড়ায় চাপে পড়ে গিয়েছিল দিল্লি। শেষ দিকে ঝোড়ো ইনিংস খেললেন বাংলার অভিষেক পোড়েল। শেষ ওভারে করলেন ২৫ রান। অভিষেকের দাপটে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান করল দিল্লি। অর্থাৎ, নিজেদের প্রথম ম্যাচ জিততে পঞ্জাব কিংসের সামনে লক্ষ্য ১৭৫ রান।
টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন পঞ্জাবের অধিনায়ক শিখর ধাওয়ান। যদিও তাঁর পরিকল্পনার বিপরীতে গিয়ে শুরুটা ভাল করেন দিল্লির দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। দুই অস্ট্রেলীয় শুরু থেকেই বড় শট খেলছিলেন। পাওয়ার প্লে কাজে লাগাচ্ছিলেন তাঁরা। প্রথম ৩ ওভারেই ৩৫ রান ওঠে। দিল্লিকে প্রথম ধাক্কা দেন আরশদীপ সিংহ। ২০ রানের মাথায় মার্শকে আউট করেন তিনি।
মার্শ আউট হলেও তিন নম্বরে নামা শাই হোপের সঙ্গে মিলে দ্রুত রান তুলছিলেন ওয়ার্নার। দিল্লিকে দ্বিতীয় ধাক্কা দেন হর্ষল পটেল। ২৯ রানের মাথায় ওয়ার্নারকে আউট করেন তিনি। হোপ করে ৩৩ রান। ওয়ার্নার আউট হওয়ার পরে ব্যাট করতে নামেন পন্থ। যত ক্ষণ তিনি ক্রিজ়ে ছিলেন দেখে মনে হয়নি কোনও সমস্যা হচ্ছে। ঝুঁকে শট মারতে বা দৌড়তে কোনও সমস্যা হচ্ছিল না। দু’টি চার মারেন তিনি। ১৮ রান করে হর্ষলের বলে আউট হন পন্থ।
তার পরেই খেই হারায় দিল্লির ব্যাটিং। রিকি ভুই, ট্রিস্টান স্টাবস রান পাননি। অক্ষর পটেল ২১ রান করেন। তিনি আউট হওয়ার পরে বাধ্য হয়ে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে অভিষেককে নামায় দিল্লি। সেই সিদ্ধান্ত কাজে লেগে যায়। ১০ বলের ইনিংসে ৩২ রান করেন তিনি। চারটি বাউন্ডারি ও দু’টি ছক্কা মারেন তিনি। তার মধ্যে শেষ ওভারে হর্ষলকে তিনটি চার ও দু’টি ছক্কা মারেন বাংলার বাঁহাতি উইকেটরক্ষক ব্যাটার। তাঁর ব্যাটেই শেষ পর্যন্ত লড়াই করার জায়গায় পৌঁছয় দিল্লি।