IPL 2024

আইপিএলে কেন ওপেন করছেন না পৃথ্বী শ? রাজস্থান ম্যাচের আগে উত্তর দিলেন সৌরভ

চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রথম ম্যাচে ওপেন করেননি পৃথ্বী শ। তিনি আগামী দিনেও ওপেন করবেন না, এমন একটা ইঙ্গিত মিলেছে। তাঁকে নিয়ে প্রশ্নের উত্তর দিলেন সৌরভ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৪ ১৪:৪৯
Share:

সৌরভ গঙ্গোপাধ্যায়। ছবি: পিটিআই।

চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রথম ম্যাচে ওপেন করেননি পৃথ্বী শ। তিনি আগামী দিনেও ওপেন করবেন না, এমন একটা ইঙ্গিত মিলেছে। দিল্লি চাইছে ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শই ওপেন করুক। কেন দিল্লি পৃথ্বীকে দিয়ে ওপেন করাবে না, তার উত্তর দিয়েছেন দলের মেন্টর সৌরভ গঙ্গোপাধ্যায়।

Advertisement

সৌরভ জানিয়েছেন, দুই অস্ট্রেলীয়র অভিজ্ঞতা কাজে লাগানোর জন্যই পৃথ্বীকে দিয়ে ওপেন করানো হচ্ছে না। তবে তাঁকে যে মিডল অর্ডারে খেলানোও সম্ভব নয় এটাও মেনে নিয়েছেন তিনি। সৌরভ বলেছেন, “পৃথ্বী ওপেনার। আমরা প্রথম ম্যাচে মার্শ এবং ওয়ার্নারকে দিয়ে ওপেন করিয়ে রিকি ভুইকে মিডল অর্ডারে খেলিয়েছি। মার্শ আর ওয়ার্নার অতীতে অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করে সাফল্য পেয়েছে। সেই অভিজ্ঞতাকেই আমরা কাজে লাগাতে চাইছি।”

চোট থাকার কারণে পৃথ্বীর সঙ্গে দিল্লির কোচেরা বেশি দিন কাজ করতে পারেননি। সেটাও না খেলানোর একটা কারণ বলে উল্লেখ করেছেন সৌরভ। তাঁর কথায়, “সত্যি বলতে, আইপিএলের আগে শিবিরে বেশি দিন পৃথ্বীকে পাইনি আমরা। অনেক দিন চোটে ভুগেছে। ইংল্যান্ডে গিয়ে নর্দাম্পটনশায়ারের হয়ে কাউন্টিতে দারুণ খেলেছে। লিগামেন্ট ছেঁড়ায় ফেব্রুয়ারি পর্যন্ত ওকে পাওয়া যায়নি। ওকে নিয়ে চার দিনের একটা শিবির করার কথা ভেবেছিলাম। কিন্তু এনসিএ ফিট ঘোষণা করায় ও রঞ্জি খেলতে চলে গেল। ওখান থেকে তো ওকে আইপিএলের শিবিরে টেনে আনা সম্ভব নয়। আমরা পৃথ্বীকে সামনে পাইনি। কিন্তু বাকিদের অনেককেই দীর্ঘ দিন পেয়েছি।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement