মহেন্দ্র সিংহ ধোনি। ছবি: পিটিআই।
আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ মুখোমুখি হলে কী হয়, তা বার বারই দেখা গিয়েছে। কিছু দিন আগেই দু’দেশের সাদা বলের সিরিজ়ে ‘নাগিন নাচ’-সহ একাধিক ঘটনা ঘটেছে। আইপিএলে দেখা গেল উল্টো দৃশ্য। সেখানে এক বাংলাদেশির বলে ক্যাচ ধরলেন এক শ্রীলঙ্কান। তা দেখে সমর্থকেরা বলছেন, প্রথম বার শ্রীলঙ্কার কেউ এক বাংলাদেশিকে সাহায্য করলেন।
ঘটনাটি ঘটেছে রবিবার বিশাখাপত্তনমে দিল্লি বনাম চেন্নাই ম্যাচে। সেই ম্যাচে দিল্লির ডেভিড ওয়ার্নার ৩৫ বলে ৫২ রানে আউট হন। দশম ওভারে বল করতে এসেছিলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। তাঁর তৃতীয় বলে শট মারেন ওয়ার্নার। শর্ট ফাইন লেগে উড়ে গিয়ে এক হাতে সেই ক্যাচ তালুবন্দি করেন শ্রীলঙ্কার মাথিশা পাথিরানা। সেই ক্যাচ দেখে ধোনিও শান্ত থাকতে পারেননি। হাততালি দিতে থাকেন। গোটা স্টেডিয়াম উল্লসিত হয়ে ওঠে।
বাংলাদেশ এবং শ্রীলঙ্কার এই যুগলবন্দি ম্যাচেই মাঝেই সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এক সমর্থক লেখেন, “প্রথম বার শ্রীলঙ্কার কেউ এক বাংলাদেশিকে সাহায্য করল।” এক জন তাঁর উত্তরে লেখেন, “সেই কারণেই পাথিরানা ক্যাচটা ধরে কোনও উচ্ছ্বাস প্রকাশ করেনি।” আরও আশ্চর্যের হল, দুই সমর্থকের কথোপকথন এবং ক্যাচ ধরার পরের সেই মুহূর্ত নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছেন পাথিরানা নিজেই। তাতেও মজা পেয়েছেন সমর্থকেরা। আইপিএল কী ভাবে দুই ‘শত্রু’ দেশের ক্রিকেটারদেরও মিলিয়ে দেয়, সেই প্রসঙ্গ উঠে আসছে।