মহেন্দ্র সিংহ ধোনি (বাঁ দিকে) ও রবীন্দ্র জাডেজা। —ফাইল চিত্র।
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন চিপক স্টেডিয়ামের সমর্থকদের সঙ্গে মজা করলেন মহেন্দ্র সিংহ ধোনি ও রবীন্দ্র জাডেজা। চেন্নাই সমর্থকেরা আশা করেছিলেন, ধোনি ব্যাট করতে নামবেন। কিন্তু ধোনির আগে জাডেজা নেমে পড়েন। সেটা দেখে অবাক হয়ে যান সমর্থকেরা। পরে অবশ্য তাঁরা আসল বিষয়টি বুঝতে পারেন।
কলকাতার বিরুদ্ধে ১৩৮ রান তাড়া করতে নেমে ১৬.৫ ওভারে আউট হন শিবম দুবে। দলের তখন জিততে ১৯ বলে ৩ রান দরকার। সবাই ভেবেছিলেন ধোনি ব্যাট করতে নামবেন। হঠাৎ দেখা যায়, প্যাড, গ্লাভস পরে ব্যাট হাতে চেন্নাইয়ের সাজঘর থেকে বেরিয়ে আসছেন জাডেজা। সমর্থকেরা হতাশ হয়ে যান। যদিও কয়েক পা যাওয়ার পরে আবার ঘুরে সাজঘরে ঢুকে পড়েন জাডেজা। তার পরে দেখা যায় ধোনি নামছেন। তাঁকে নামতে দেখে চিৎকার শুরু হয় চিপকের গ্যালারিতে। সমর্থকদের সঙ্গে মজা করতেই এমনটা করেন ধোনি ও জাডেজা।
তাঁরা যে এই রকম মজা করবেন তার পরিকল্পনা ধোনি ও জাডেজা আগেই করে রেখেছিলেন বলে জানিয়েছেন চেন্নাইয়ের পেসার তুষাক দেশপাণ্ডে। তিনি ম্যাচ শেষে বলেন, “আমি ওদের কথা শুনে ফেলেছিলাম। মাহি ভাই জাডেজাকে বলছিল, তুমি প্রথমে ব্যাট হাতে নামবে। কিন্তু আমিই ব্যাট করতে যাব।”
জাডেডাও চেন্নাইয়ের সমর্থকদের একটু মজা দিতে চেয়েছিলেন বলে জানিয়েছেন দেশপাণ্ডে। তিনি বলেন, “জাড্ডু বলছিল, ওরা প্রতি ম্যাচে টিকিট কেটে আমাদের সমর্থন করতে আসে। ওদেরও একটু মজা দেওয়া উচিত। সেটাই আমরা করব।” ধোনি, জাডেজার এই মজার পাশাপাশি চেন্নাই সুপার কিংস জয়েরও আনন্দ দিয়েছে সমর্থকদের। ৭ উইকেটে কেকেআরকে হারিয়েছে তারা।