IPL 2024

আইপিএল থেকে বিদায়ের পরেই বেঙ্গালুরু ছাড়লেন ধোনি, কোথায় গেলেন মাহি?

শনিবার বেঙ্গালুরুর কাছে মরণ-বাঁচন ম্যাচে হেরে আইপিএল থেকে বিদায় নিয়েছে চেন্নাই। প্লে-অফে উঠতে পারেনি তারা। পরের দিনই শহর ছাড়লেন মহেন্দ্র সিংহ ধোনি। কোথায় গেলেন তিনি?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৪ ১৯:২৪
Share:

মহেন্দ্র সিংহ ধোনি। — ফাইল চিত্র।

শনিবার বেঙ্গালুরুর কাছে মরণ-বাঁচন ম্যাচে হেরে আইপিএল থেকে বিদায় নিয়েছে চেন্নাই। প্লে-অফে উঠতে পারেনি তারা। পরের দিনই শহর ছাড়লেন মহেন্দ্র সিংহ ধোনি। তিনি রাঁচী ফিরে এসেছেন। আপাতত কয়েক দিনের বিশ্রাম নেবেন।

Advertisement

চেন্নাইয়ের বিপদের সময় ব্যাট করতে নেমেছিলেন ধোনি। শেষ ওভারে যশ দয়ালকে প্রথম বলে ছয় মেরেও পরের বলে ফিরে যান। রাগের চোটে নিজের ব্যাটেই ঘুষি মারতে দেখা যায়। ম্যাচের পর বিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে হাতও মেলাননি।

তবে রবিবার বাড়ি ফিরে ধোনি অনেক ফুরফুরে। হালকা মেজাজেই দেখা গিয়েছে তাঁকে। সমর্থকদের দিকে হাত নেড়েছেন। হালকা নীল রঙের টি-শার্টে বিমানবন্দর থেকে বেরোতে দেখা গিয়েছে তাঁকে।

Advertisement

এটাই ধোনির শেষ আইপিএল কি না, সে প্রসঙ্গে জিয়ো সিনেমায় প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা বলেছেন, “মনে হয় না এমএসের শেষ আমরা দেখে ফেলেছি। আবার নিজস্ব ছন্দেই ও ফিরে আসবে বলে আমার ধারণা।”

ধোনি নিজে কিছুই বলেননি এ দিন। তবে ম্যাচের আগে, মাঝে এবং পরে ধোনির অবসর নিয়ে জোর চর্চা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement