IPL 2024

দর্শকের আইফোন ভাঙলেন চেন্নাইয়ের ব্যাটার! বদলে কী উপহার দিলেন ধোনিদের দলের ক্রিকেটার

চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার ড্যারিল মিচেলের শটে ভাঙে এক দর্শকের আইফোন। আহতও হন সেই দর্শক। বদলে সেই দর্শককে নিজের গ্লাভস উপহার দেন মিচেল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ মে ২০২৪ ২০:৪৪
Share:

চেন্নাই সুপার কিংসের চার জন ক্রিকেটার। —ফাইল চিত্র।

আইপিএলে বলের আঘাত দর্শকদের আহত হওয়ার ঘটনা নতুন নয়। এ বার ম্যাচ শুরুর আগেই আহত হলেন এক দর্শক। চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার ড্যারিল মিচেলের শটে ভাঙে তাঁর আইফোনও। বদলে সেই দর্শককে নিজের গ্লাভস উপহার দেন মিচেল।

Advertisement

ঘটনাটি ঘটে ধর্মশালার স্টেডিয়ামে। চেন্নাই বনাম পঞ্জাব ম্যাচের আগে অনুশীলনে ব্যাট করছিলেন মিচেল। পুল মারার অনুশীলন করছিলেন তিনি। বাউন্ডারির কাছেই ছিলেন মিচেল। হঠাৎ তাঁর একটি শট গিয়ে লাগে এক দর্শকের হাতে। সঙ্গে সঙ্গে হাত ধরে বসে পড়েন ওই যুবক। বোঝা যায়, হাতে ভালই লেগেছে তাঁর। পরে দেখা যায়, যুবকের হাতে থাকা আইফোনটিও ভেঙে গিয়েছে।

তাঁর মারা শটে যুবক আহত হয়েছেন দেখে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যান মিচেল। তিনি খোঁজ নেন আঘাত গুরুতর কি না। পরে সেই যুবককে নিজের এক জোড়া গ্লাভস উপহার দেন তিনি। গ্লাভসে সইও করে দেন মিচেল। চেন্নাই ক্রিকেটারের সেই উপহার নিয়ে হাসিমুখে ছবি তুলতেও দেখা যায় সেই যুবককে।

Advertisement

চলতি আইপিএলে প্লে-অফের দৌড়ে রয়েছে চেন্নাই। পঞ্জাবকে হারানোর পরে ১১ ম্যাচে ১২ পয়েন্ট মহেন্দ্র সিংহ ধোনিদের। পয়েন্ট তালিকায় তিন নম্বরে রয়েছেন তাঁরা। অন্য দিকে পঞ্জাব বেশ খানিকটা পিছিয়ে রয়েছে। ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement