মুম্বইকে হারিয়ে বোলারদের প্রশংসা ধোনির মুখে। ছবি: আইপিএল।
মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে খুশি চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। জয়ের আনন্দের মধ্যেও তিনি উদ্বিগ্ন দীপক চাহারের চোট নিয়ে। প্রথম ওভার বল করতে এসেই চোট পান দীপক, পরে আর বল করতে পারেননি। চেন্নাই অধিনায়ক খুশি স্পিনারদের পারফরম্যান্সে। বিশেষ করে তুষার দেশপান্ডে শনিবার একটিও ‘নো’ বল করায় সন্তোষ প্রকাশ করেছেন ধোনি।
ম্যাচের পর ধোনি বলেন, ‘‘জিতে ভাল লাগছে। ভুললে চলবে না দীপককে আমরা এই ম্যাচে পেলাম না সিসান্ডা মাগালা প্রথম ম্যাচ খেলল। আমাদের স্পিনাররা অবশ্য দারুণ বল করেছে। সাত ওভারের পরও উইকেটে গতি ছিল এবং বল ঘুরতে শুরু করেছিল। সেই সুবিধাটা কাজে লাগিয়েছে আমাদের বোলাররা। স্পিনারদের পাশাপাশি জোরে বোলাররাও দারুণ ভাবে ফিরে আসে।’’
তুষারের প্রশংসা করে চেন্নাই অধিনায়ক বলেছেন, ‘‘ঘরোয়া মরসুমে ভাল পারফরম্যান্স করে আইপিএল খেলতে এসেছে তুষার। অনেক উন্নতি করেছে। আরও উন্নতির জায়গা আছে। বিশেষ করে ‘নো’ বল যাতে না হয়, সেটা ওকে নিশ্চিত করতে হবে। প্রতিভাবান হলেও তুষারকে আরও ধারাবাহিক হতে হবে।’’
ধোনি জানিয়েছেন প্রতিযোগিতা শুরুর আগে তিনি এবং অজিঙ্ক রাহানে আলাদা করে তুষারের সঙ্গে কথা বলেছিলেন। কোথায় ভুল হচ্ছে বুঝিয়ে ছিলেন। অতিরিক্ত কিছু চেষ্টা না করে নিজের ক্ষমতা অনুযায়ী খেলার পরামর্শ দিয়েছিলেন। ধোনি বলেন, ‘‘ওকে বলেছিলাম, চাপ নিও না। খেলাটা উপভোগ করার চেষ্টা কর। আমরা তোমার সঙ্গে আছি।’’
দক্ষিণ আফ্রিকার জোরে বোলারকে নিয়ে বলেন, ‘‘মাগালাও ভাল করল পরের দিকে। ওর উপর আমাদের বিশ্বাস ছিল। নতুন কেউ চাপের মধ্যে পড়ে গেলে ফিরে আসা কঠিন হয়। বিশেষ করে আইপিএলের মতো টুর্নামেন্টে। তবু মাগালা দারুণ ভাবে ফিরে এল পরের দিকে।’’
ধোনির মুখে শোনা গিয়েছে রাহানের প্রশংসাও। ২৭ বলে ৬১ রানের চরিত্র বিরোধী ইনিংস খেলে নজর কেড়ে নিয়েছেন ভারতীয় দল থেকে দূরে চলে যাওয়া মুম্বইকর। চেন্নাই অধিনায়ক বলেছেন, ‘‘দারুণ ব্যাট করল রাহানে। তবে যে ভাবে আউট হল, তাতে ও খুশি নয়।’’ ধোনি জানিয়েছেন, তাঁর কাছে প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ। এখন পয়েন্ট টেবিলের দিকে তাকাতে চান না। দলের মধ্যে যে সমস্যাগুলি এখনও আছে, সেগুলি সমাধান করতে চান।