চেন্নাই সুপার কিংসের হয়ে এখনও খেলতে চান ধোনি। —ফাইল চিত্র
এ বারের আইপিএল শেষেই মহেন্দ্র সিংহ ধোনি অবসর নেবেন বলে জল্পনা ছিল। যা নাকচ করে দিলেন সুরেশ রায়না। ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার দিনেই অবসর নিয়েছিলেন তিনি। ধোনিকে দেখেই সিদ্ধান্ত নিয়েছিলেন। ধোনির সঙ্গে চেন্নাই সুপার কিংসেও খেলেছেন রায়না। তিনি জানিয়েছেন যে, ধোনি তাঁকে জানিয়েছেন এখনই অবসর না নেওয়ার কথা।
গত আইপিএলে চেন্নাইয়ের শেষ ম্যাচে ধোনি জানিয়েছিলেন যে, ভারতের বিভিন্ন মাঠে খেলে দর্শকদের বিদায় জানিয়ে অবসর নিতে চান। রায়না জানিয়েছেন যে, ধোনি তাঁকে বলেছেন, “আমি ট্রফি জিতে আরও এক বছর খেলতে চাই।” এ বারের আইপিএলে ভাল জায়গায় রয়েছে চেন্নাই। প্লে-অফে ওঠার সুযোগ রয়েছে। এমন অবস্থায় ট্রফি জয়ের সুযোগ অবশ্যই চেন্নাইয়ের কাছে রয়েছে। এ বারের আইপিএল ধোনি জিতলেও আরও এক বছর খেলতে চান বলে রায়নাকে জানিয়েছেন।
চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে ধারাভাষ্য দেওয়ার জন্য চেন্নাই গিয়েছিলেন রায়না। চেন্নাইয়ের প্রাক্তন ব্যাটার এখন পুরোপুরি ধারাভাষ্য দেওয়ার কাজেই নিযুক্ত। ২০২২ সালে আইপিএলের নিলামে অবিক্রিত ছিলেন রায়না।
১১ ম্যাচে ছ’টি জয় পেয়েছে চেন্নাই। লিগ টেবিলে এখন দ্বিতীয় স্থানে রয়েছে তারা। ধোনি এখন খুব বেশি ব্যাটিং করেন না। শেষের দিকে নামেন অল্প বল খেলতে। তাঁর হাঁটুতে চোট রয়েছে বলে শোনা গেলেও চেন্নাই দলের পক্ষ থেকে জানানো হয় যে, ধোনি সম্পূর্ণ সুস্থ।