IPL 2024

হাঁটুর চোট নিয়ে এ বারও আইপিএল খেলছেন ধোনি! মুম্বইকে হারানোর পর ফাঁস করল চেন্নাই

গত বারের মতো এ বারও হাঁটুর চোট নিয়ে আইপিএল খেলছেন ধোনি। একাধিক ম্যাচের পর মাহিকে বাঁ হাঁটুতে আইস প্যাক বাঁধতে দেখা গিয়েছে। কিছুটা পা টেনে হাঁটছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৪ ২১:৩৮
Share:

মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।

হাঁটুর চোট নিয়েই আইপিএল খেলছেন মহেন্দ্র সিংহ ধোনি। যন্ত্রণা উপেক্ষা করে নামছেন মাঠে। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন দলের জন্য। রবিবার মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোর পর ধোনির সমস্যার কথা জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের বোলিং পরামর্শদাতা এরিক সিমন্স।

Advertisement

মুম্বইয়ের বিরুদ্ধে ৪ বলে ২০ রানের অপরাজিত ইনিংস খেলার পর ধোনি সম্পর্কে সিএসকের বোলিং পরামর্শদাতা বলেছেন, ‘‘ধোনি নেটে দুর্দান্ত ব্যাট করছে। মাঠেও ঠিক তেমনই খেলল। অবিশ্বাস্য। প্রতিযোগিতা শুরুর আগে থেকেই ভাল ফর্মে রয়েছে। ব্যাট-বলে ভাল সংযোগ হচ্ছে।’’ ফর্মে থাকা ব্যাটার ধোনিকে কেন বেশি ওভার হাতে থাকতে নামাচ্ছে না চেন্নাই? সিমন্স বলেছেন, ‘‘আসলে ওর চোট নিয়ে সকলে একটু চিন্তিত। ধোনি নিজে অবশ্য তেমন উদ্বিগ্ন নয়। আমার দেখা অন্যতম কঠিন মানসিকতার মানুষ ধোনি। ওর যন্ত্রণা হচ্ছে কি না বা কতটা হচ্ছে, সেটাও আমরা জানি না। অথচ ধোনি খেলে চলেছে। দলের প্রয়োজনে সবই করছে। হাঁটুর সমস্যা ওর পারফরম্যান্সেও প্রভাব ফেলছে না।’’ তিনি আরও বলেছেন, ‘‘ধোনির অবশ্যই চোট রয়েছে। হালকা হলেও আছে। সেটা অগ্রাহ্য করেই খেলছে। যা যা করা প্রয়োজন, সবই করছে। আমরা সকলে ওর চোট নিয়ে উদ্বিগ্ন। শুধু দলের কথা বলছি না। ক্রিকেটপ্রেমীরাও ধোনিকে নিয়ে উদ্বিগ্ন। অনেকেই ওর চোট নিয়ে কথা বলছেন। অথচ ধোনি তেমন কিছুই বলছে না।’’

গত বছর হাঁটুর চোট নিয়ে আইপিএল খেলেছিলেন ধোনি। সমস্যার সমাধানে অস্ত্রোপচার করিয়েছিলেন। লাভ খুব একটা হয়নি। এ বারও হাঁটুর চোটকে সঙ্গী করেই খেলছেন আইপিএল। একাধিক ম্যাচের পর তাঁর বাঁ হাঁটুতে আইস প্যাক দেখা গিয়েছে। কিছুটা পা টেনে হাঁটছেন। ক্রিকেটপ্রেমীদের মধ্যে ধোনির ফিটনেস নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছিল। তারই জবাব দিয়েছেন সিমন্স।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement