IPL 2024

বিশ্বরেকর্ড চেন্নাই সুপার কিংসের, টি-টোয়েন্টিতে কোন নজির গড়ল ধোনির দল?

গত ১৬ বছরে প্রচুর নজির তৈরি করেছে চেন্নাই সুপার কিংস। রবিবারের পর আরও একটি নজির জুড়ে গেল তাদের নামের পাশে। ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটে সবচেয়ে বেশি ২০০ রান করার নজির গড়েছে তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ২০:৩৩
Share:

চেন্নাই সুপার কিংস দল। ছবি: পিটিআই।

আইপিএলের অন্যতম সফল দলগুলির একটি চেন্নাই সুপার কিংস। গত ১৬ বছরে প্রচুর নজির তৈরি করেছে তারা। রবিবারের পর আরও একটি নজির জুড়ে গেল তাদের নামের পাশে। ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটে সবচেয়ে বেশি ২০০ রান করার নজির গড়েছে তারা।

Advertisement

রবিবার ঘরের মাঠে হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নেমেছিল চেন্নাই। আগে ব্যাট করে তিন উইকেটে ২১২ রান করে তারা। এই নিয়ে ৩৫ বার ২০০ বা তার বেশি রান করেছে তারা। হায়দরাবাদকে সহজেই হারিয়েছে তারা। জিতেছে ৭৮ রানে।

টি-টোয়েন্টি ফরম্যাটে চেন্নাই টপকে গিয়েছে সমারসেটকে। ৩৪ বার এই নজির গড়েছিল সমারসেট। তালিকায় তৃতীয় স্থানে ভারতীয় ক্রিকেট দল। তারা ৩২ বার ২০০ বা তার বেশি রান করেছে। ৩১ বার এই নজির রয়েছে আরসিবি-র। ২৯ এবং ২৮ বার এই নজির রয়েছে যথাক্রমে ইয়র্কশায়ার এবং সারের।

Advertisement

অর্থাৎ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের ধারেকাছে কেউ নেই সেটা দেখাই গিয়েছে। তেমনই টি-টোয়েন্টি ক্রিকেটে কাউন্টি দলগুলি যে কারও থেকে পিছিয়ে নেই, সেটাও এই পরিসংখ্যানে স্পষ্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement