এ ভাবেই ঠায় টিভির সামনে বলেছিলেন কোহলীরা। ছবি: টুইটার
মুম্বই ইন্ডিয়ান্স-দিল্লি ক্যাপিটালস ম্যাচের উপর নির্ভরশীল ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের আইপিএল ভাগ্য। ঋষভ পন্থরা জিতে গেলেই বিদায় নিতে হত বিরাট কোহলীদের।
সেই ম্যাচের দিনের বেঙ্গালুরুর সব ক্রিকেটারই ছিলেন চাপে। কী হয়, কী হয় মনেই সকলে বসেছিলেন টিভির সামনে। ম্যাচের প্রতিটা বলে নজর ছিল কোহলী, ফ্যাফ ডুপ্লেসি, গ্লেন ম্যাক্সওয়েলদের। সে কথাই জানিয়েছেন ম্যাক্সওয়েল।
সে দিনের কথা বলতে গিয়ে অস্ট্রেলীয় অলরাউন্ডার বলেছেন, ‘‘আমরা সকলেই খুব আবেগপ্রবণ ছিলাম সে দিন। ম্যাচটার মধ্যে সকলে যেন ঢুকে গিয়েছিলাম। দুর্দান্ত একটা অভিজ্ঞতা। অন্য কারোর হাতে আশা এবং প্রত্যাশা থাকা ভাল নয়। কিন্তু সেটাই আমাদের সকলের মধ্যে ছড়িয়ে প়ড়েছিল।’’ তিনি আরও বলেছেন, ‘‘আমাদের মনে হচ্ছিল, একটা দ্বিতীয় সুযোগ নিশ্চই পাব। কিন্তু কোনও কিছুই আমাদের হাতে ছিল না। ইডেনে খেলতে আমি ভালবাসি। ইডেনেই জীবনের প্রথম আইপিএল ম্যাচ খেলেছি। আমার অনেক ভাল স্মৃতি রয়েছে। সে জন্যই আরও চেয়েছিলাম ইডেনে আসতে।’’
তাঁর মতোই দলের বাকিরাও প্লে-অফ পর্বে উঠতে চেয়েছিলেন ভীষণ ভাবে। সে কথা জানিয়ে ম্যাক্সওয়েল ইডেনে নামার আগে বলেছেন, ‘‘ছেলেরা সবাই খুব উত্তেজিত। আশা করছি এই পর্বের তিনটে ম্যাচ আমাদের ভালই হবে। লখনউ বেশ ভাল দল। ওদের বোলিং আক্রমণ ভাল। দারুণ ভারসাম্য রয়েছে দলে। আশা করি আমরা ওদের মোকাবিলা করতে পারব।’’