কলকাতার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন রিঙ্কু এবং নীতীশ। ছবি: আইপিএল।
আইপিএলের ম্যাচে শুক্রবার মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচ থেকে সেরা তিন ক্রিকেটারকে বেছে নিল আনন্দবাজার অনলাইন। পারফরম্যান্সের বিচারে সেরাদের বেছে নেওয়া হয়েছে।
রিঙ্কু সিংহ: আনন্দবাজার অনলাইনের বিচারে হায়দরাবাদ-কলকাতা ম্যাচের সেরা তিন ক্রিকেটারের মধ্যে থাকছেন রিঙ্কু সিংহ। বৃহস্পতিবারও চাপের মুখে অনবদ্য ইনিংস খেললেন তিনি। রিঙ্কু যখন ব্যাট করতে নামেন, তখন কেকেআরের রান ছিল ৩ উইকেটে ৩৫। সেই অবস্থায় মাথা ঠান্ডা রেখে দলের ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করলেন রিঙ্কু। তাঁর ব্যাট থেকে এল ৩৫ বলে ৪৬ রানের ইনিংস। তিনিই কলকাতার পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক। ৪টি চার এবং ১টি ছয় দিয়ে নিজের ইনিংসটি সাজালেন রিঙ্কু। তিনি ব্যাট হাতে রুখে দাঁড়াতে না পারলে, কলকাতার ইনিংসের ধস আরও বড় হত। তাই সেরা হায়দরাবাদ-কলকাতা ম্যাচের সেরা তিন ক্রিকেটারের মধ্যে থাকছেন রিঙ্কু।
বরুণ চক্রবর্তী: কলকাতার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন বরুণ। বল হাতে শুধু হায়দরাবাদের রান তোলার গতিই নিয়ন্ত্রণ করলেন না। গুরুত্বপূর্ণ শেষ ওভারে মাথা ঠান্ডা করে বল করলেন। পরিকল্পনা মতো আউট করলেন আবদুল সামাদকেও। উইকেটে থাকলে সামাদ ম্যাচ ছিনিয়ে নিয়ে চলে যেতে পারতেন। কেকেআর অধিনায়ক নীতীশ রানা শেষ ওভার করার জন্য প্রথমে শার্দূল ঠাকুরকে ডাকলেও শেষ পর্যন্ত বল তুলে দেন বরুণের হাতে। অধিনায়কের আস্থার মর্যাদা দিলেন তিনি। ২০ রান দিয়ে ১ উইকেট নিলেন। আনন্দবাজার অনলাইনের বিচারে হায়দরাবাদ-কলকাতা ম্যাচের সেরা তিন ক্রিকেটারের মধ্যে থাকছেন বরুণ।
নীতীশ রানা: হায়দরাবাদ-কলকাতা ম্যাচের সেরা তিন ক্রিকেটারের মধ্যে থাকছেন কেকেআর অধিনায়ক নীতীশও। প্রথমে ব্যাট হাতে দলের ইনিংসকে ভরসা দিলেন। চাপের মুখে করলেন ৩১ বলে ৪২ রান। তাঁর ইনিংসে ছিল ৩টি চার এবং ৩টি ছয়। প্রতিপক্ষ শিবিরে দলের পক্ষে তিনিই প্রথম লড়াই পৌঁছে দেন। পরে পরিণত নেতৃত্ব দিলেন। বোলার পরিবর্তনেও মুন্সিয়ানার পরিচয় দিলেন। বিশেষ করে শেষ ওভারে শার্দূলের পরিবর্তে বরুণের হাতে বল তুলে দিয়ে ম্যাচের সেরা চাল দিলেন নীতীশ।