সিকান্দার রাজা জায়গা পেলেন সেরা তিন ক্রিকেটারে। ছবি: আইপিএল
আরও একটা রুদ্ধশ্বাস ম্যাচ। শেষ ওভার পর্যন্ত গড়াল খেলা। শেষ পর্যন্ত ঘরের মাঠে প্রথম বার হারল লখনউ সুপার জায়ান্টস। পঞ্জাব কিংসের কাছে তারা হারল দু’উইকেটে। ম্যাচের পর সেরা তিন ক্রিকেটার বেছে নিল আনন্দবাজার অনলাইন:
শাহরুখ খান: ঠান্ডা মাথায় কী ভাবে ম্যাচ জেতাতে হয়, তার প্রকৃষ্ট উদাহরণ শাহরুখ। ফিনিশার হিসাবে নিজের রাজ্য দলে নাম কুড়িয়েছেন। আইপিএলেও আগে তাঁর থেকে ভাল ইনিংস দেখা গিয়েছে। শনিবার লখনউয়ের বিরুদ্ধে এক সময় হারের মুখে ছিল দল। সঙ্গে শুধু বোলাররা। তার মধ্যেই মাথা ঠান্ডা রেখে দলকে জিতিয়ে দিলেন শাহরুখ। ১০ বলে ২৩ রানে অপরাজিত থাকলেন তিনি।
সিকান্দার রাজা: জ়িম্বাবোয়ের খুব বেশি ক্রিকেটার আইপিএলে খেলার সুযোগ পাননি। এ বার পেয়েছেন রাজা। সেই সুযোগ ভাল ভাবেই কাজে লাগাচ্ছেন তিনি। আগের ম্যাচে প্রথম একাদশে ঠাঁই মেলেনি। এ দিন সুযোগ পেয়েই দলকে জিতিয়ে দিলেন। পঞ্জাবের কোনও ব্যাটারই এ দিন ভাল খেলতে পারেননি। কাউকে না কাউকে দায়িত্ব নিতে হতই। সেই দায়িত্ব নিলেন রাজাই। ৪১ বলে ৫৭ রানের ইনিংসে রয়েছে ৪টি চার এবং ৩টি ছয়।
যুধবীর সিংহ: জম্মু ও কাশ্মীর কি আরও এক জন তারকা বোলার পেয়ে গেল? আইপিএলে যুধবীর সিংহের প্রথম ম্যাচ দেখে সেটাই মনে হচ্ছে। লখনউয়ের হয়ে প্রথম ওভারে বল করতে এসেছিলেন। শুরুতেই অথর্ব তাইড়েকে তুলে নিলেন। নিজের দ্বিতীয় ওভারে বিপক্ষের ইমপ্যাক্ট প্লেয়ার প্রভসিমরন সিংহকে ফেরালেন। তিন ওভার বল করে মাত্র ১৯ রানে ২ উইকেট। দল হেরে গেলেও লখনউয়ের যুধবীরকে সেরা তিন ক্রিকেটারে রাখতেই হচ্ছে।