যশস্বী ইডেনে ৪৭ বলে ৯৮ রান করেন। —ফাইল চিত্র
তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল ইডেনের ইনিংসের পর অসংখ্য শুভেচ্ছা পেয়েছেন। সারা দেশ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই তালিকায় রয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। তাতেই মনে করা হচ্ছে আগামী দিনে যশস্বীর ভারতীয় দলে জায়গা পাওয়া সহজ হয়ে গেল।
যশস্বী ইডেনে ৪৭ বলে ৯৮ রান করেন। ১৩ বলে অর্ধশতরান করেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের ১৪৯ রানের জবাবে যশস্বীর দাপটে ১৩.১ ওভারেই ম্যাচ জিতে নেয় রাজস্থান রয়্যালস। সেই ম্যাচে যশস্বীর ইনিংস সম্পর্কে জয় লেখেন, “তরুণ যশস্বী দারুণ খেলল। আইপিএলের দ্রুততম অর্ধশতরান করল। ক্রিকেটের প্রতি ওর আবেগ দেখা যাচ্ছিল ইনিংসের মধ্যে। ইতিহাস তৈরি করার জন্য শুভেচ্ছা। আশা করব ভবিষ্যতেও এই ছন্দ ধরে রাখতে পারবে।”
জয় শাহের বক্তব্যের পরেই তাঁকে সকলে অনুরোধ করতে থাকেন যশস্বীকে ভারতীয় দলে নেওয়ার জন্য। অনেকে দাবি করেন এক দিনের দলে যশস্বীকে এখনই নিয়ে নেওয়ার জন্য। সামনে বিশ্বকাপ। সেই দলে তাঁকে দেখতে চাইছেন সকলে। যদিও সেটার সুযোগ কম বলেই মনে করা হচ্ছে। ভারত বিশ্বকাপের জন্য কিছু ক্রিকেটারকে বেছে ফেলেছে। তাঁদের নিয়েই আগামী দিনে এক দিনের সিরিজ়গুলি খেলা হবে। সেই দলে যশস্বীর সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। যদিও এই ছন্দ ধরে রাখলে খুব তাড়াতাড়ি ভারতীয় দলে তাঁকে দেখা যাবে বলেই মনে করা হচ্ছে।
আইপিএলের পরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল রয়েছে। সেই দলও বেছে ফেলা হয়েছে। চোট পেয়ে লোকেশ রাহুল ছিটকে যাওয়ায় তাঁর জায়গায় ঈশান কিশনকে নেওয়া হয়েছে। এই বছর কোনও বড় প্রতিযোগিতায় যশস্বী দেখা না-ও যেতে পারে।