IPL 2023

কোহলিকে ‘বাদ’ দিয়েই দল বেঁধে মুম্বইয়ের রেস্তরাঁয় নৈশভোজ আরসিবির

আইপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ দিকে। প্লে-অফে জায়গা পাকা করতে হলে বাকি দু’টি ম্যাচ জিততেই হবে কোহলিদের। তার আগে চাপ মুক্ত থাকার চেষ্টা করছেন বেঙ্গালুরুর ক্রিকেটাররা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ মে ২০২৩ ১৮:১৪
Share:

কোহলিকে না নিয়ে মুম্বইয়ের রেস্তরাঁয় নৈশভোজ সারতে গিয়েছিলেন ডুপ্লেসিরা। ছবি: আইপিএল।

আইপিএলের প্লে-অফে ওঠা এখনও নিশ্চিত নয় রয়্যাস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। আশা জিইয়ে রাখতে হলে বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জিততেই হবে বিরাট কোহলিদের। তার আগে অন্য রকম মেজাজে দেখা গেল বেঙ্গালুরুর ক্রিকেটারদের।

Advertisement

দেশের বিভিন্ন শহরের মতো মুম্বইয়েও রয়েছে কোহলির রেস্তরাঁ চেনের একটি শাখা। গত ৯ মে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে মুম্বই গিয়েছিল বেঙ্গালুরু। সেই সুযোগে সতীর্থদের নিজের রেস্তরাঁয় আমন্ত্রণ জানিয়েছিলেন কোহলি এবং অনুষ্কা শর্মা। ফ্যাফ ডুপ্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল, মহম্মদ সিরাজ, শাহবাজ় আহমেদরা তাঁদের আমন্ত্রণে সাড়া দিয়ে নৈশভোজ সারতে যান। দলের সঙ্গে যাননি কোহলি। অনুষ্কাকে নিয়ে তিনি আগে থেকেই সেখানে ছিলেন। সতীর্থদের জন্য নানা রকম পদের ব্যবস্থা করেছিলেন তাঁরা। কোহলির রেস্তরাঁয় গানের তালে কোমর দুলিয়েছেন ডুপ্লেসিরা।

কোহলির রেস্তরাঁর পরিবেশ এবং আয়োজনে উচ্ছ্বসিত আরসিবি ক্রিকেটাররা। দলের সকলকে আন্তরিক ভাবে আপ্যায়ন করেন কোহলি এবং অনুষ্কা। সকলেই ছিলেন হালকা মেজাজে। আইপিএলের ব্যস্ততার মাঝে একটা সন্ধ্যা অন্য রকম সময় কাটিয়ে খুশি সকলেই। প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ সময়ে দলের মধ্যে একাত্মতা বোধ আরও দৃঢ় করতে এই ব্যবস্থা করেছিলেন প্রাক্তন অধিনায়ক।

Advertisement

এখনও পর্যন্ত আইপিএলে ১২টি ম্যাচ খেলে বেঙ্গালুরুর সংগ্রহ ১২ পয়েন্ট। প্লে-অফে জায়গা নিশ্চিত করতে হলে লিগ পর্বের বাকি দু’টি ম্যাচেই জিততে হবে কোহলিদের। ২১ মে বেঙ্গালুরুর শেষ প্রতিপক্ষ গুজরাত টাইটান্স। হার্দিক পাণ্ড্যদের বিরুদ্ধে ঘরের মাঠে খেলার সুযোগ পাবেন কোহলিরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement