আইপিএল কী? সহজ উত্তর। শাহরুখ খান আর কেকেআর।
ব্যস, এটা ছাড়া আর কিছু ভাবতে পারি না আমি। কেকেআর নিয়ে জাস্ট কোনও কথা হবে না। হ্যাঁ, বিরাট কোহলি কলকাতার টিমে নেই বলে একটু কষ্ট হয় ঠিকই। তবে এনিডে শাহরুখ খান ইজ টু বিগ ফর মি। ফলে কেকেআর ছাড়া অন্য কোনও টিমকে সাপোর্ট করার প্রশ্নই ওঠে না।
আরও পড়ুন, ‘অল দ্য বেস্ট কেকেআর’
আজ তো ইডেনে বিরাটের দলের সঙ্গেই খেলবে কেকেআর। তবে কেকেআর বিরাটের রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারাবে— এটাই আমি চাইব। তখন কিন্তু একটুও দুঃখ হবে না। আমাদের ক্রিস লেন আছে। দুর্দান্ত খেলছে। তবে আরসিবির ক্রিস গেইলও ওয়ান অফ মাই ফেভারিট।
শুটিংয়ের চাপে মাঠে গিয়ে খেলা দেখা হচ্ছে না। তবে বাড়িতে টুকটাক দেখছি। আমার বাড়িতে ক্রিকেট নিয়ে একটা অদ্ভুত ব্যাপার আছে। যেমন ধরুন, বাবা খেলা দেখছে। মা এসে চিয়ারআপ করছে। সব মিলিয়ে জমে যায় পুরোটা। আর ইডেনে যাওয়ারও প্ল্যান রয়েছে। আমি তো ঠিক করেছি শাহরুখ যেদিন আসবে, সেদিন আমি যাবই।
‘এনিডে শাহরুখ খান ইজ টু বিগ ফর মি।’
এমনিতে আইপিএল-এর গ্ল্যামারটা এনজয় করি। কিন্তু গেম শুড বি বিগার। গ্ল্যামারটা ওভার পাওয়ার হয়ে গেলে হবে না। তাই শাহরুখ খানকে যতই ভালবাসি না কেন, আইপিএলটা ফাইনালি ক্রিকেটের, কেকেআরের।
পূজারিনির ছবি অভিনেত্রীর ফেসবুক থেকে সংগৃহীত।