দেখতে দেখতে ১৫ বছরে পা দিয়েছে আইপিএল। এ বারের প্রতিযোগিতায় রয়েছে ১০টি দল। এই ১৫ বছরে মোট ১৫টি দল খেলেছে আইপিএলে। প্রতিটি দলের হয়ে প্রথম উইকেট যে ১৫ জন বোলার নিয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন ন’জন ভারতীয়। বাকি ছ’জন বিদেশি বোলার।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০০৮ সালে প্রথম উইকেট নেন ইশান্ত শর্মা। রয়্যাল চ্যালে়ঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক রাহুল দ্রাবিড়কে আউট করেন তিনি। ম্যাচে ওই একটি উইকেটই নেন ইশান্ত।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে সেই ম্যাচে প্রথম উইকেট নেন জাহির খান। তিনি আইপিএলের প্রথম উইকেট নিয়েছিলেন। কেকেআর-এর অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে আউট করেন তিনি। ম্যাচে একটিই উইকেট নেন জাহির।
চেন্নাই সুপার কিংসের হয়ে সেই বছর প্রথম উইকেট নিয়েছিলেন মনপ্রীত গোনি। পঞ্জাব কিংসের (তৎকালীন কিংস ইলেভেন পঞ্জাব) কর্ণ গোয়েলকে আউট করেন গোনি। তিনি সেই ম্যাচে পান এক উইকেট।
সেই ম্যাচেই পঞ্জাবের হয়ে প্রথম উইকেট নেন অস্ট্রেলিয়ার ব্রেট লি। পার্থিব পটেলকে আউট করেন লি। তিনিও সেই ম্যাচে একটিই উইকেট পান।
২০০৮ সালে দিল্লি ক্যাপিটালসের (তৎকালীন দিল্লি ডেয়ারডেভিলস) হয়ে প্রথম উইকেট নেন আর এক অস্ট্রেলীয় গ্লেন ম্যাকগ্রা। রাজস্থান রয়্যালসের তরুবর কোহলীকে ফেরান এই পেসার। ম্যাচে একটিই উইকেট নিয়েছিলেন ম্যাকগ্রা।
দিল্লির বিরুদ্ধে রাজস্থানের হয়ে প্রথম উইকেট নেন অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন। দিল্লির অধিনায়ক বীরেন্দ্র সহবাগকে আউট করেন তিনি। ম্যাচে দিল্লির ওই একটিই উইকেট পড়েছিল।
আইপিএলের ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত খেলেছিল ডেকান চার্জার্স। প্রথম বছর তাদের হয়ে প্রথম উইকেট নেন রুদ্রপ্রতাপ সিংহ। কলকাতার ব্রেন্ডন ম্যাকালামকে আউট করেন তিনি।
২০০৮ সালে মু্ম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম উইকেট নেন ধবল কুলকর্ণী। বেঙ্গালুরুর শিবনারায়ণ চন্দ্রপলকে আউট করেন তিনি। ম্যাচে একটিই উইকেট পান ধবল।
আইপিএলে শুধুমাত্র ২০১১ সালে খেলেছিল কোচি টাস্কার্স কেরল। তাদের হয়ে প্রথম উইকেট নেন এস শ্রীসন্থ। বেঙ্গালুরুর তিলকরত্নে দিলশানকে আউট করেন এই জোরে বোলার।
সেই বছরই প্রথম খেলতে আসে পুণে ওয়ারিয়র্স। ২০১৩ সাল পর্যন্ত খেলে তারা। সেই দলের হয়ে প্রথম উইকেট নেন আলফন্সো থমাস। পঞ্জাবের অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্টকে আউট করেন তিনি। ম্যাচে ২ উইকেট নেন থমাস।
২০১৩ সালেই নতুন দল হিসাবে খেলতে নামে সানরাইজার্স হায়দরাবাদ। তাদের হয়ে প্রথম উইকেট নেন থিসারা পেরেরা। পুণের রবিন উথাপ্পাকে আউট করেন শ্রীলঙ্কার এই বোলার। ম্যাচে ২ উইকেট নেন তিনি।
২০১৬ সালে আইপিএল খেলার সুযোগ পায় রাইজিং পুণে সুপার জায়ান্টস। ২০১৮ সাল পর্যন্ত খেলে তারা। পুণের হয়ে প্রথম উইকেট নেন ইশান্ত শর্মা। মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মাকে আউট করেন তিনি। ম্যাচে ২ উইকেট নেন ইশান্ত।
২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত আইপিএল খেলেছিল গুজরাত লায়ন্স। তাদের হয়ে প্রথম উইকেট নেন রবীন্দ্র জাডেজা। পঞ্জাবের মনন ভোরাকে আউট করেন তিনি। ম্যাচে ২ উইকেট নেন জাডেজা।
এ বারের আইপিএলেই প্রথম খেলছে গুজরাত টাইটান্স। তাদের হয়ে প্রথম উইকেট নেন মহম্মদ শামি। ম্যাচের প্রথম বলেই লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুলকে আউট করেন তিনি। ম্যাচে শামি নেন ৩ উইকেট।
সেই ম্যাচেই লখনউয়ের হয়ে প্রথম উইকেট নেন দুষ্মন্ত চামিরা। শুভমন গিলকে আউট করেন তিনি। ম্যাচে ২ উইকেট নেন চামিরা।