Cricket

আইপিএল হবে ভারতেই, শুরু ২৩ মার্চ

সাধারণত ফি বছর এপ্রিল-মে মাসেই আইপিএলের আসর বসে। এ বার দেশজুড়ে নির্বাচনের কারণে টুর্নামেন্ট একটু এগিয়ে এল। অতীতে দু’বার ভোটের জন্য আইপিএল ভারতের বাইরে চলে গিয়েছিল।

Advertisement

সংবাদ সংস্থা

দিল্লি শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৯ ১৮:৫২
Share:

বাইরে নয়, দেশের মাটিতেই হবে এই কাপ নিয়ে লড়াই। ফাইল ছবি।

যাবতীয় জল্পনার অবসান। আইপিএলের দ্বাদশ আসর বসতে চলেছে ভারতেই। টুর্নামেন্ট শুরু হবে ২৩ মার্চ। দেশে লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে আলোচিত টি-টোয়েন্টি লিগের খেলা এ বার আদৌ দেশের মাটিতে আয়োজিত হবে কি না, তা নিয়ে ক্রিকেটমহলে দেখা দিয়েছিল সংশয়। মঙ্গলবার সেই ধোঁয়াশা কেটে গেল। সুপ্রিম কোর্ট নিযুক্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রশাসকরা এদিন নয়াদিল্লিতে আসন্ন আইপিএলের ভেনু ও ক্রীড়াসূচি নির্ধারণের বৈঠকে এই সিদ্ধান্ত নেন।

Advertisement

সাধারণত ফি বছর এপ্রিল-মে মাসেই আইপিএলের আসর বসে। এ বার দেশজুড়ে নির্বাচনের কারণে টুর্নামেন্ট একটু এগিয়ে এল। অতীতে দু’বার ভোটের জন্য আইপিএল ভারতের বাইরে চলে গিয়েছিল। ২০০৯ সালে টি-টোয়েন্টি ক্রিকেটের আসর বসেছিল দক্ষিণ আফ্রিকায়। ২০১৪ সালে আইপিএলের আংশিক আয়োজনের দায়িত্ব বর্তায় সংযুক্ত আরব আমিরশাহির কাঁধে।

এ বারও মনে করা হচ্ছিল, ভারত থেকে আইপিএল সরে যেতে পারে মরুদেশেই। কিন্তু, শেষমেশ তা না হওয়ায় ক্রিকেট ভক্তরা বেশ স্বস্তিতে। কবে টুর্নামেন্ট শুরু হচ্ছে তা ঠিক হয়ে গেলেও ফাইনালের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। বিস্তারিত ক্রীড়াসূচী প্রকাশ করা হবে পরের দিকে। প্রধানত বিশ্বকাপের কথা মাথায় রেখেই এগিয়ে আনা হয়েছে প্রতিযোগিতা। ভারতীয় ক্রিকেটাররা যাতে আইপিএল খেলার পর বিশ্বকাপের আগে দিন কয়েক বিশ্রাম পান, সেটা মাথায় রেখেই সূচি ঘোষণা করবে বিসিসিআই

Advertisement

আরও পড়ুন: সিরিজ জিতে মাঠেই ‘বেবিসিটার ডান্স’ ঋষভের, দেখুন ভিডিয়ো

আরও পড়ুন: কেক কেটে অনুষ্কাকে খাইয়ে দিলেন বিরাট, ভাইরাল হল সেই ছবি

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল ,টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement