Cricket

বাতিলই হচ্ছে এ বারের আইপিএল?

এ দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ রকম অবস্থায় আইপিএল হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ৩০ মার্চ ২০২০ ১৩:১৯
Share:

এ বার হয়তো গড়াবে না আইপিএল-এর বল। — ফাইল চিত্র।

সরকারি ভাবে এখনও ঘোষণা হয়নি। তবে করোনাভাইরাসের থাবায় পরিস্থিতি যে দিকে যাচ্ছে, তাতে বাতিলের দিকেই সম্ভবত এগোচ্ছে আইপিএল

Advertisement

যদিও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে এ ব্যাপারে কোনও ঘোষণা করা হয়নি। সরকার ও ক্রীড়ামন্ত্রক ভিসার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেই বোর্ডও আইপিএল নিয়ে আনুষ্ঠনিক ঘোষণা হবে বলেই খবর।

১৫ এপ্রিল পর্যন্ত ভিসা বাতিল করে দিয়েছে ভারত সরকার। এর পরেও যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, এমন কোনও নিশ্চয়তা নেই এখনও পর্যন্ত। এ দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ রকম অবস্থায় আইপিএল হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

Advertisement

আরও পড়ুন: করোনার জেরে প্রায় ২ কোটি ক্ষতি হতে পারে স্টোকস-বাটলারদের

আইপিএল-এর সঙ্গে যুক্ত এক কর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ‘‘এ বার আইপিএল হবে না। আগামী বছর তা হবে। দেশের কী অবস্থা তা আমরা সবাই জানি। এই পরিস্থিতিতে কেউ ঝুঁকি নেবে না। স্টেডিয়ামে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয়। ফলে পরের বছরই হয়তো আইপিএল হবে।’’

১৪ মার্চ আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনায় বসেছিল বোর্ড। সেই সময়ে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় আশা করেছিলেন, কাটছাঁট করে হবে এ বারের আইপিএল। ১৪ মার্চের পর দু’সপ্তাহের বেশি সময় অতিক্রান্ত হয়েছে।

আরও পড়ুন: কেরিয়ারে এই উচ্চতায় পৌঁছবেন, সেটা নিজেই ভাবেননি ধোনি!

এ দেশে করোনা সংক্রমণের হার বেড়েছে আগের থেকে। বোর্ড সচিব জয় শাহ এক বিবৃতিতে বলেছেন, ‘‘এই পরিস্থিতিতে সবার নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।’’ কিংস ইলেভেন পঞ্জাবের মালিক নেস ওয়াদিয়া বলেছেন, ‘‘অবস্থার একটুও উন্নতি হয়নি। তাই আইপিএল নিয়ে এখনই কোনও কথা নয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement