IPL

আমিরশাহির কথা মাথায় রেখে আইপিএল বৈঠক

ভারতের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহিতে হতে পারে বিশ্বের সব চেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। বোর্ড সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, আইপিএল শুরু হতে পারে ১৯ সেপ্টেম্বর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২০ ০৪:৪৩
Share:

ফাইল চিত্র।

করোনা পরবর্তী আইপিএলে কী নিয়ম মানতে হবে? কখন শুরু হবে ম্যাচ? দিনে ক’টা ম্যাচ আয়োজন করা যাবে? এই সব প্রশ্ন নিয়েই আইপিএল গভার্নিং কাউন্সিলের বৈঠক হবে কয়েক দিনের মধ্যে।

Advertisement

ভারতের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহিতে হতে পারে বিশ্বের সব চেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। বোর্ড সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, আইপিএল শুরু হতে পারে ১৯ সেপ্টেম্বর। ফাইনাল ৮ নভেম্বর। ২০ অগস্টের মধ্যে দলগুলোকে ক্রিকেটার সমেত মরুশহরে চলে যেতে হতে পারে।

মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনায় বসবে গভর্নিং কাউন্সিল। ১) সংযুক্ত আরব আমিরশাহিতে ম্যাচের সূচি, ও স্থান। ২) ক্রিকেটারদের সুরক্ষা ব্যবস্থা, বায়ো বাবলের সম্ভাবনা ও অনুশীলনের স্থান। ৩) সম্প্রচারকারী সংস্থার সত্ত্ব ও ম্যাচের সময়।

Advertisement

শোনা যাচ্ছে, করোনার প্রকোপে প্রতিযোগিতা ছোট করে দেওয়ার কোনও পরিকল্পনা নেই। ভারতীয় বোর্ডের এক কর্তা বলেছেন, ‘‘ষাটটি ম্যাচই হবে। ১৪টি করে ম্যাচ খেলবে প্রত্যেক দল।’’ প্রায় ৫১ দিনের প্রতিযোগিতা হবে বলেই অনুমান করা হচ্ছে। মোট তিনটি মাঠে ম্যাচ আয়োজন করার কথা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম, আবু ধাবির শেখ জ়ায়েদ স্টেডিয়াম ও শারজা ক্রিকেট স্টেডিয়ামে। বোর্ডকর্তা বলছিলেন, ‘‘দুবাইয়েই থাকবে প্রত্যেকটি দল। সেখানে আইসিসি-র অ্যাকাডেমিতে অনুশীলন করার অনুমতি দেওয়া হতে পারে।’’

সম্প্রচারকারী চ্যানেলের প্রশ্ন, ভারতীয় সময় আটটায় কি রাতের ম্যাচ শুরু হবে? ভারতের চেয়ে দেড় ঘণ্টা পিছিয়ে দুবাই। সে ক্ষেত্রে স্থানীয় সময় সাড়ে ছ’টায় শুরু করতে হবে ম্যাচ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement