হায়দরাবাদ ১৪২/৭ (২০ ওভার)
কলকাতা ১৪৬/২ (১৮.২/২০ ওভার)
১০ বল বাকি থাকতে ৮ উইকেটে জয় কলকাতা নাইট রাইডার্সের
হায়দরাবাদকে হারিয়ে জয়ে ফিরল কলকাতা নাইট রাইডার্স। একাই ব্যাট হাতে প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন অধিনায়ক গৌতম গম্ভীর। ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে ১৪২ রান তুলেছিল হায়দরাবাদ। উমেশ যাদবের ৩ উইকেট ও মর্কেলের জোড়া উইকেটের দাপটে বড় রানের লক্ষ্যমাত্রা রাখতে ব্যর্থ হয় হায়দরাবাদ। জবাবে ব্যাট করতে নেমে ১০ বল বাকি থাকতেই জয়ের রান তুলে নেয় কলকাতা। দুই ওপেনার গৌতম গম্ভীর ও রবিন উথাপ্পা ভীত তৈরি করে দেন। উথাপ্পা করেন ৩৮ রান। ৬০ বলে ৯০ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক গৌতম গম্ভীর। তাঁর এই ইনিংস সাজানো ছিল ১৩টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারিতে। হায়দরাবাদের হয়ে একটি করে উইকেট নেন আশিস রেড্ডি ও মুস্তাফিজুর। ম্যাচের সেরা হয়েছেন গৌতম গম্ভীর।
• বাউন্ডারি হাঁকিয়ে জয় এনে দিলেন গৌতম গম্ভীর।
• শেষ ওভারে ১ রান দরকার কলকাতার।
• ১৮ ওভারে কলকাতা ১৪২/২।
• এই ওভারে এল ১৪ রান।
• মুস্তাফিজুরকে গম্ভীরের বাউন্ডারি, ওভার বাউন্ডারি।
• ১৭ ওভারে কলকাতা ১২৮/২।
• ১৬ ওভারে কলকাতা ১২৩/২।
• গম্ভীরের জোড়া বাউন্ডারিসহ এই ওভারে এল ১১ রান।
• ২৪ বলে ২০ রান দরকার কলকাতার।
• ১৫ ওভারে কলকাতা ১১২/২।
• এই ওভারে ১২ রান নিলেন গম্ভীররা।
• আশিস রেড্ডিকে গম্ভীরের বাউন্ডারি।
• ১০০ রান কলকাতার।
• ১৪ ওভারে কলকাতা ১০০/২।
• শেষ বলে তিন রান। নিশ্চিত বাউন্ডারি বাঁচিয়ে দেওয়া হল।
• গম্ভীরের সঙ্গে ব্যাট করতে এলেন মনীশ পাণ্ডে।
• মুস্তাফিজুরের বলে বোল্ড আন্দ্রে রাসেল। করলেন মাত্র ২ রান।
• আউট...
• বল করতে এসেছেন মুস্তাফিজুর।
• ১৩ ওভারে কলকাতা ৯৩/১।
• এই ওভারে এক উইকেট নিয়ে দিলেন মাত্র ২ রান। এখনও পর্যন্ত ম্যাচের সেরা ওভার।
• ব্যাট করতে এলেন আন্দ্রে রাসেল।
• আশিস রেড্ডির বলে এলবিডব্লু হয়ে ৩৮ রান করেউ প্যাভেলিয়নে ফিরলেন রবিন উথাপ্পা।
• আউট...
• আশিস রেড্ডির ওভারের প্রথম বলে এক রান নিয়ে হাফ সেঞ্চুরি সেরে ফেললেন অধিনায়ক গৌতম গম্ভীর।
• ১২ ওভারে কলকাতা ৯১/০।
• মুস্তাফিজুরের এই ওভার থেকে এল ৫ রান।
• বল হাতে ফিরলেন মুস্তাফিজুর।
• ১১ ওভারে কলকাতা ৮৬/০।
• গম্ভীরের তিনটি বাউন্ডারির সৌজন্যে শর্মার ওভার থেকেও এল ১৪ রান।
• কর্ণ শর্মাকে গৌতম গম্ভীরের বাউন্ডারির হ্যাটট্রিক।
• ১০ ওভারে কলকাতা ৭২/০।
• এই ওভারেও এল ১১ রান।
• হেনরিকসকে উথাপ্পার ওভার বাউন্ডারি।
• ৯ ওভারে কলকাতা ৬১/০।
• এই ওভারে এল ১১ রান।
• ভুবনেশ্বরকে গম্ভীরের বাউন্ডারি।
• ৮ ওভারে কলকাতা ৫০/০।
• হেনরিকসকে বাউন্ডারি গম্ভীরের। এর সঙ্গেই টি২০তে ৫০০০ রান করে ফেলল গৌতম গম্ভীর।
• আরও দ্রুত রান তুলতে হবে নাইটদের।
• ৭ ওভারে কলকাতা ৪২/০।
• ২৪ রানে উথাপ্পা ও ১৫ রানে ব্যাট করছেন গম্ভীর।
• ৬ ওভারে কলকাতা ৩৬/০।
• স্রানকে গম্ভীরের বাউন্ডারি।
• ৫ ওভারে কলকাতা ২৮/০।
• এই ওভারে মা্ত্র ৩ রান দিলেন মুস্তাফিজুর।
• মুস্তাফিজুরকে ব্যাট করতে পারছেন না গম্ভীর, উথাপ্পা।
• চিকিৎসার পর মাঠে ফিরলেন উথাপ্পা।
• চতুর্থ বলেই মুস্তাফিজের বল এসে লাগল উথাপ্পার। হাতে। আহত উথাপ্পা।
• প্রথম বলেই উথাপ্পার ক্যাচ ড্রপ হল।
• বল করতে এলেন মুস্তাফিজুর।
• ৪ ওভারে কলকাতা ২৫/০।
• স্রানকে উথাপ্পার বাউন্ডারি।
• ৩ ওভারে কলকাতা ১৯/০।
• এই ওভারে এল ৬ রান।
• ভুবনেশ্বর কুমারকে উথাপ্পার বাউন্ডারি।
• ২ ওভারে কলকাতা ১৩/০।
• দ্বিতীয় ওভারে বারিন্দর স্রানকে গম্ভীরের বাউন্ডারি।
• এই ৭ রানই এল উথাপ্পার ব্যাট থেকে।
• ১ ওভারে কলকাতা ৭/০।
• ভুনেশ্বর কুমারকে উথাপ্পার বাউন্ডারি।
• বল করছেন ভুনেশ্বর কুমার।
• ওপেন করতে এসেছেন রবিন উথাপ্পা ও গৌতম গম্ভীর।
• কেকেআর-এর ব্যাটিং শুরু।
উমেশ যাদবের দাপটে ১৪২ রানেই শেষ হল হায়দরাবাদের ইনিংস। যাদব নিলেন ৩টি উইকেট। জোড়া উইকেট নিলেন মর্নি মর্কেল। একটি উইকেট রাসেলের। শেষ ওভারে রান আউট হলেন আশিস রেড্ডি। ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ওভার শেষে কলকাতা নাইট রাইডার্সের সামনে ১৪৩ রানের লক্ষ্যমাত্রা রাখল হায়দরাবাদ। সর্বোচ্চ ব্যক্তিগত রান ৫১ করলেন ইয়ন মর্গ্যান। নমন ওঝা করলেন ৩৭ রান।
• ২০ ওভারে হায়দরাবাদ ১৪২/৭।
• আশিস রেড্ডি রান আউট। করলেন ১ রান।
• শেষ ওভারে বল করতে এসেছেন রাসেল।
• ১৯ ওভারে হায়দরাবাদ ১৩৫/৬।
• এই ওভারে ১০ রান দিলেন উমেশ যাদব। নিলেন এক উইকেট।
• উমেশ যাদবকে ছক্কা আশিস রেড্ডির।
• আশিস রেড্ডির সঙ্গে ব্যাট করতে এলেন কর্ণ শর্মা।
• উমেশ যাদবের বলে বাউন্ডারিতে সাকিবকে ক্যাচ দিয়ে ৫১ রান করে আউট হলে ইয়ন মর্গ্যান।
• আউট...
• বল করতে এসেছেন আবার উমেশ যাদব।
• ইওন মর্গ্যানের হাফ সেঞ্চুরি।
• ১৮ ওভারে হায়দরাবাদ ১২৫/৫।
• মর্কেলের এই ওভারে এল ১০ রান ও এক উইকেট।
• মর্কেলকে ওভার বাউন্ডারি।
• ওঝা্র জায়গায় ব্যাট করতে এলেন আশিস রেড্ডি।
• মর্কেলের বলে চাওলাকে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন নমন ওঝা। করলেন ৩৭ রান।
• আউট...
• ১৭ ওভারে হায়দরাবাদ ১১৫/৪।
• এই ওভার থেকে এল ১০ রান।
• এবার সাকিবের বলে ওভার বাউন্ডারি মর্গ্যানের।
• মর্কেলের এই ওভারে এল ১১ রান।
• ১৬ ওভারে হায়দরাবাদ ১০৫/৪।
• মর্কেলকে নমন ওঝার ছক্কা।
• ৩৪ রানে ব্যাট করছেন ইয়ন মর্গ্যান ও ২৬ রানে নমন ওঝা।
• ১৫ ওভারে হায়দরাবাদ ৯৪/৪।
• নারিনকে ওঝার ছক্কা।
• ১৪ ওভারে হায়দরাবাদ ৮৬/৪।
• বল করতে এলেন পিযুষ চাওলা।
• ১৩ ওভারে হায়দরাবাদ ৭৩/৪।
• মর্গ্যানের ব্যাট থেকে এল পর পর বাউন্ডারি।
• নারিনের এই ওভারে এল ১০ রান।
• ১২ ওভারে হায়দরাবাদ ৬৩/৪।
• এই ওভারে এল ৮ রান।
• এই ওভারেই রাসেলকে বাউন্ডারি ওঝার।
• রাসেলের ওভারে পর পর দু’রান করে নিলেন ওঝা।
• ১১ ওভারে হায়দরাবাদ ৫৫/৪।
• মর্গ্যানের সঙ্গে ব্যাট করতে এসেছেন নমন ওঝা।
• নিজের দ্বিতীয় ওভারে মাত্র ৩ রান দিলেন সুনীল নারিন।
• ১০ ওভারে হায়দরাবাদ ৫২/৪।
• আন্দ্রে রাসেলের বলে উমেশ যাদবকে ক্যাচ দিয়ে ফিরলেন হুদা। করলেন মাত্র ৬ রান।
• আউট...
• ৬ রানে ব্যাট করছেন হুদা ও ১৪ রানে মর্গ্যান।
• ৯ ওভারে হায়দরাবাদ ৪৮/৩।
• আইপিএল-এ শুরু করলেন সুনীল নারিন। বল হাতে তাঁর প্রথম ওভারে দিলেন ৫ রান।
• ৮ ওভারে হায়দরাবাদ ৪৩/৩।
• রাসেলের ওভারে এল মাত্র ২ রান।
• ৭ ওভারে হায়দরাবাদ ৪১/৩।
• সাকিবের দ্বিতীয় ওভারে এল পাঁচ রান।
• ৬ ওভারে হায়দরাবাদ ৩৬/৩।
• উমেশ যাদবের বলে এলবিডব্লু হেনরিকস।
• আউট...
• ৫ ওভারে হায়দরাবাদ ৩০/২।
• সাকিবের ওভারে এল মাত্র ৪ রান।
• বল করতে এসেছেন সাকিব আল হাসান।
• ৪ ওভারে হায়দরাবাদ ২৬/২।
• ব্যাট করতে এলেন ইয়ন মর্গ্যান।
• উমেশ যাদবের বলে সূর্যকুমার যাদবকে ক্যাচ দিয়ে আউট হলেন ওয়ার্নার। করলেন ১৩ রান।
• উমেশ যাদবকে বাউন্ডারি হাঁকানোর পররে বলেই আউট অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
• আউট...
• ওয়ার্নারের সঙ্গে ব্যাট করতে এলেন মোসেস হেনরিক।
• ৩ ওভারে হায়দরাবাদ ১৯/১।
• ধবন আউট হলেন ৬ রানে।
• মর্কেলের বলে উথাপ্পাকে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন শিখর ধবন।
• আউট...
• এই ওভারে খাতা খুললেন শিখর ধবন।
• ২ ওভারে হায়দরাবাদ ১৪/০।
• বল করতে এসেছেন উমেশ যাদব।
• ম্যাচের প্রথম ছ’টা বলই খেললেন ডেভিড ওয়ার্নার।
• ১ ওভারে হায়দরাবাদ ৯/০।
• কেকেআর-এর হয়ে প্রথম ওভার করতে এসেছেন মর্নি মর্কেল।
• ব্যাট করতে এসেছেন ডেভিড ওয়ার্নার ও শিখর ধবন।
• খেলা শুরু।
শেষ পর্যন্ত দলে নারিন। গত কালই নেটে নেমে ইঙ্গিতটা দিয়েই রেখেছিলেন। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিল সানরাইজার্স হায়দরাবাদ। আহত আশিস নেহরার জায়গায় সানরাইজার্স দলে এলেন বারিন্দর স্রান।কলকাতা দলে অবশ্য থাকছে একগুচ্ছ পরিবর্তন। হেস্টিংসের চোট, হগের ফুড পয়জন। এই দু’জনের জায়গায় আসছেন মর্নি মর্কেল ও সাকিল আল হাসান। দলে ঢুকছেন অতি প্রত্যাশিত সুনীল নারিনও। মুনরোর জায়গায় আসছেন তিনি।
আরও খবর
লড়াই আজ সাকিব বনাম মুস্তাফিজের