জাতীয় দলে ধোনিকে দেখতে চান ক্রিকেটপ্রেমীরা। —ফাইল চিত্র।
আইপিএল না খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে সমস্যা হবে না মহেন্দ্র সিংহ ধোনির। এমনটাই মত প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার।
করোনা-আতঙ্কের জেরে পিছিয়ে দেওয়া হয়েছে আইপিএল। ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল টুর্নামেন্ট। পরিবর্তিত পরিস্থিতিতে তা ১৫ এপ্রিল পর্য়ন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। অথচ এ বারের আইপিএল-এর উপরেই নির্ভর করেছিল ধোনির ফেরা।
টুর্নামেন্ট না হলে কী হবে ধোনির? আকাশ চোপড়া বলেন, ‘‘ধোনির মতো প্লেয়ারের ক্ষেত্রে আইপিএল কখনও মাপকাঠি হতে পারে না। ধোনি যদি দলে ফিরতে চায়, তাহলে ও যে কোনও মুহূর্তেই ফিরতে পারে। কারণ অভিজ্ঞতা সুপারমার্কেটে পাওয়া যায় না।’’
আরও পড়ুন: কারও বিনোদনের জন্য আমি খেলি না, বলছেন পূজারা
বিশ্বকাপ সেমিফাইনালের পরে আর দেশের জার্সিতে খেলতে দেখা যায়নি ধোনিকে। জাতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী আগেই জানিয়ে দিয়েছেন, আইপিএল ধোনির ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। আকাশ চোপড়া মানছেন না। তিনি বলছেন, ‘‘ধোনির অগাধ অভিজ্ঞতা। দেশের যদি ধোনিকে দরকারই হয়, তা হলে যে কোনও সময়েই ওকে ফেরানো হতে পারে।’’