প্রতীকী ছবি
সংযুক্ত আরব আমিরশাহির ক্রিকেট বোর্ড শনিবার জানিয়ে দিল, ভারতীয় বোর্ডকে তারা আইপিএল আয়োজন করার প্রস্তাব দিয়েছে তাদের দেশে। শুক্রবার ৫ জুনের সংস্করণে যার ইঙ্গিত দিয়েছিল আনন্দবাজার।
আমিরশাহির এক সংবাদপত্রকে সে দেশের ক্রিকেট বোর্ডের সচিব মুবাশির উসমানি বলেছেন, ‘‘আগেও আইপিএল আয়োজন করেছে আমাদের ক্রিকেট বোর্ড। তাই ভারতীয় বোর্ডকে জানানো হয়, এ বছরের আইপিএল আয়োজনের জন্য আমরা প্রস্তুত।’’ করোনা সংক্রমণের আতঙ্কে পিছিয়ে গিয়েছে আইপিএল। কুড়ির বিশ্বকাপ না হলে নভেম্বরেও ভারতে আইপিএল আয়োজন করা যাবে কি না সংশয়। তাই এই প্রস্তাব আমিরশাহির।
আরও পড়ুন: অবাস্তব! মত নোভাকের
আরও পড়ুন: বার্সার দুর্গে ক্ষুধার্ত মেসি