Allan Border

বিশ্বকাপের উইন্ডোতে আইপিএল! তীব্র সমালোচনায় বর্ডার

ক্রিকেট দুনিয়ায় জোর জল্পনা, করোনাভাইরাসের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যাবে। সেই জায়গায় হবে আইপিএল। পুরোটাই অবশ্য জল্পনার জায়গায়। যদি তেমনটাই হয়, তা হলে আপত্তি রয়েছে বর্ডারের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ মে ২০২০ ১৬:৩১
Share:

অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক অ্যালান বর্ডার। ছবি: রয়টার্স।

টি টোয়েন্টি বিশ্বকাপ অনেক গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের মতো টুর্নামেন্টকে আইপিএল-এর থেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত।

Advertisement

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যালান বর্ডারের এমনটাই মত। ক্রিকেট দুনিয়ায় জোর জল্পনা, করোনাভাইরাসের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যাবে। সেই জায়গায় হবে আইপিএল। পুরোটাই অবশ্য জল্পনার জায়গায়। যদি তেমনটাই হয়, তা হলে আপত্তি রয়েছে বর্ডারের। তিনি বলছেন, “আইপিএল তো ভারতের একটা ঘরোয়া টুর্নামেন্ট| বিশ্বকাপের থেকে তা গুরুত্বপূর্ণ হতে পারে না। যদি বিশ্বকাপ না হয়, তা হলে যেন আইপিএল-ও না হয়।”

আরও পড়ুন: ‘জীবনের ও রকম ইনিংস দেখিনি’, ধোনির সেই ইনিংস নিয়ে বললেন কইফ

Advertisement

আরও পড়ুন: ‘দয়া করে অনুমতি দিন’, বোর্ডকে অনুরোধ উথাপ্পার

করোনার থাবায় স্থগিত হয়ে গিয়েছে একের পর এক টুর্নামেন্ট। সম্প্রতি আইপিএল নিয়ে যে খবর ছড়িয়েছে, তাতে বলা হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের দিন ক্ষণ বদলে গেলে সেই উইন্ডোতে আইপিএল-এর বল গড়াতে পারে। বর্ডার বলছেন, “বিশ্বকাপের জায়গায় যদি আইপিএল হয়, তা হলে খুবই খারাপ দৃষ্টান্ত তৈরি হবে। যদি বিশ্বকাপের জায়গায় আইপিএল হয়, তা হলে অন্য দেশগুলোর প্রতিবাদ জানিয়ে আইপিএল-এ প্লেয়ার ছাড়া উচিত নয়।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement