IPL Auction 2021

ঘরের ছেলের ঘরে ফেরা! দু’বছর পর ফের কেকেআরে শাকিব

২০১১-তে প্রথম বার নিলামে শাকিবকে কিনেছিল কলকাতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২১ ২২:০৪
Share:

পরিচিত জার্সিতে ফিরছেন শাকিব। ফাইল ছবি

ঘরে ফিরছেন শাকিব আল-হাসান। বৃহস্পতিবার নিলামে বাংলাদেশের অলরাউন্ডারকে ফের কিনে নিল কলকাতা নাইট রাইডার্স। দীর্ঘদিন এই দলে কাটানো শাকিব ফিরেই বলে দিলেন, “উত্তেজনায় তর সইছে না।”

Advertisement

২০১১-তে প্রথম বার নিলামে শাকিবকে কিনেছিল কলকাতা। প্রথম বারের প্রদর্শনের জেরেই দলে এক রকম পাকাপাকি ভাবে জায়গা করে নেন তিনি। ২০১২ এবং ২০১৪, কলকাতার দু’বার প্রতিযোগিতা জয়ের সময়েই উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

তবে ২০১৭-র নিলামে তাঁকে রাখেনি কলকাতা। সে বার তাঁকে কেনে সানরাইজার্স হায়দরাবাদ। দু’বছর দক্ষিণ ভারতে কাটানোর গত মরশুমে দল পাননি শাকিব। এক বছরের ব্যবধানে ফের পড়শি শহরে তিনি।

Advertisement

এদিন ভিডিয়ো বার্তা শাকিব বলেছেন, “কেকেআরের হয়ে খেলতে নামার জন্য মুখিয়ে রয়েছি। ২০১২ এবং ২০১৪-তে যে রকম ফল করেছিলাম সে রকম এবারও করার চেষ্টা করব। দু’বারই চ্যাম্পিয়ন হয়েছিলাম। ঠিক সেটাই করার চেষ্টা করব কেকেআরের হয়ে।”

এদিন শাকিব ছাড়াও হরভজন সিংহ, বেন কাটিং, পবন নেগিদের নিয়েছে কলকাতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement