arjun tendulkar

দাদাকে বিশেষ বার্তা বোনের, আইপিএলের আগে খুশির হাওয়া তেন্ডুলকর পরিবারে

অর্জুন তেন্ডুলকরকে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। সচিন পুত্রকে ২০ লাখ টাকায় কিনেছে মুম্বই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২১ ২০:০৬
Share:

অর্জুন তেন্ডুলকর ও সারা তেন্ডুলকর।

আইপিএলের দরজা খুলে গিয়েছে।অর্জুন তেন্ডুলকরকে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এতে উচ্ছ্বসিত বোন সারা তেন্ডুলকর। সচিন পুত্রকে ২০ লাখ টাকায় কিনেছে মুম্বই। ইনস্টাগ্রামে সচিন কন্যা সারা লেখেন, ‘এই কীর্তি কেউ তোমার থেকে কেড়ে নিতে পারবে না’।

এবছরই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের হয়ে অভিষেক ঘটে সচিন পুত্রের। যদিও মাত্র দুটি ম্যচে খেলেছিলেন তিনি। দুটি উইকেট পান। এর আগে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দলে থাকলেও খেলেননি তিনি।

Advertisement

ইনস্টাগ্রাম পোস্ট।

গত বছর আইপিএলে মুম্বই দলের সঙ্গে আবু ধাবিতে গোটা টুর্নামেন্ট ছিলেন অর্জুন। মুম্বই ইন্ডিয়ান্স কোচ জয়বর্ধনে সচিন পুত্রের প্রশংসা করে বলেন, ‘‘ও খুব ভাল ক্রিকেটার, এটা ওর খেলা শেখার জন্য খুব ভাল হবে। আশা করব ও ভবিষ্যতে ভাল করবে।’’ ভারতীয় দলের প্রাক্তন জোরে বোলার জাহির খানও ভূয়সী প্রশংসা করেছেন অর্জুনের।

আরও পড়ুন:
আরও পড়ুন:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement